Breaking News
Home / সারাদেশ / দক্ষিণাঞ্চলের প্রথম স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন

দক্ষিণাঞ্চলের প্রথম স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন

শিশুদের পুষ্টি চাহিদা নিশ্চিত করে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে একটি শিতি মেধাবী জাতি গঠন এবং এসডিজির ল্য পূরণের অংশ হিসেবে বরিশাল বিভাগে সর্বপ্রথম একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল মিল্ক কর্মসূচি বৃহস্পতিবার সকালে উদ্বোধন করা হয়েছে।

বিভাগের ঝালকাঠির কাঠালিয়ার উপজেলার কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান চঞ্চল।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এসএম আমিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গণশিক্ষা ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব আতিকুর রহমান রুবেল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্কুল মিল্ক কর্মসূচি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ডা. হিরন্ময় বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দেবেন্দ্রনাথ সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।

আতিকুর রহমান রুবেল বলেন, প্রাণিসম্পদ দপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে প্রাথমিক পর্যায়ে দেশের ৩০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

তিন বছর মেয়াদী এ প্রকল্পে কাঠালিয়া উপজেলার কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩৬ জন শিার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীদের সপ্তাহে পাঁচদিন ডেইরি খামারের গাভীর ২০০ মিলিগ্রাম করে তরল দুধ পান করানো হবে।

About admin

Check Also

আগৈলঝাড়ায় ইয়াবাসহ চার জন আটক,অর্থের বিনিময়ে তিন জনকে ছাড়

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশী অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ চারজনকে পুলিশ আটক করলেও মোটা অংকের অর্থের বিনিময়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *