Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস পালিত

আগৈলঝাড়ায় প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস পালিত

’৭১এর ২৫ মার্চ ভয়াল রাতে নিরীহ বাঙালীর উপর নির্বিচারে চালানো গণহত্যা দিবসের আন্তর্জাতিক সিকৃতির দাবি জানিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে আলোচনাসভা, প্রামান্য চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সনের ২৫মার্চ পাকিস্তান হানাদার বাহিনী রাতের আধারে দেশের মুক্তিকামী নিরস্ত্র বাঙালীদের বর্বরোচিত গণহত্যার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

বক্তারা বলেন- ২০১৭ সালের ১১মার্চ, গনহত্যা দিবসের সিকৃতী জানিয়ে জাতীয় সংসদে বিল পাশ হলেও পাকিস্তানী বর্বরদের বিরুদ্ধে আজও জাতিসংঘ দিবসটির আন্তর্জাতিক সিকৃতি না দেয়াও একটি কলংকজনক অধ্যায় হয়ে দাড়িেেছ।

প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক ভিপি জসীম সরদার, আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রধান শিক্ষক তারক চন্দ্র দে, অনিমেষ মন্ডল. হালিমুজ্জামান হালিম, বজলুর রহমান হাওলাদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত। আলোচনা সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এদিকে প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ অডিটরিয়মে উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। পরে গনহত্যার প্রামান চিত্র প্রদর্শণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

About admin

Check Also

সার্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন

বরিশালের গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নের ভূমি অফিসে বৃহস্পতিবার সকালে সার্বজনীন পেনশন স্কিমের হেল্প ডেস্ক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *