Breaking News
Home / সারাদেশ / বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আব্দুল্লাহ’র তৃতীয় মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আব্দুল্লাহ’র তৃতীয় মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত

শ্রদ্ধাবনত চিত্তে দলীয় নেতা-কর্মী, পরিবার-পরিজন ও শুভাকাঙ্খীদের হৃদয়ে স্মরনীয় হলেন শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ সংগঠক, ’৭৫ এর ১৫আগস্ট এর প্রত্যক্ষদর্শী গুলিবিদ্ধ সাহান আরা আব্দুল্লাহ ।

৭ জুন বুধবার সাহান আরা আবদুল্লাহর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা ও তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মিলাদ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীণ কমিটির আহবায়ক (মন্ত্রী), আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য,

সাবেক চীফ হুইপ, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সহধর্মিনী- কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,

বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শহীদ জননী সাহান আরা আবদুল্লাহ’র তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমা সাহান আরা আবদুল্লাহর পরিবারের উদ্যোগে

তাঁর রুহের মাগফিরাত কামনায় নিজ বাড়ি সেরাল গ্রামের সেরাল জামে মসজিদে ওই মসজিরে পেশ ইমাম ইমাম হাফেজ মাওলানা মো. আলতাফ হোসেন এর পরিচালনায় বুধবার বাদ যোহর দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

দোয়া-মিলাদে উপস্থিত ছিলেন মরহুমার স্বামী, মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ, পুত্র সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ, সেরনিয়াবাত আশিক আবদুল্লাহসহ পরিবারের সদস্যবর্গ ও আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দরা।

এদিকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মরণ সভা, দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

স্মরণ সভায় স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হকের পরিচালনায় স্মরণসভা ও দোয়া-মিলাদে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা,

আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সহ-সভাপতি মো. রুস্তুম সেরনিয়াবাত, আব্দুস ছাত্তার মোল্লা, আবুল বাশার হাওলাদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, গোলাম, মোস্তফা সরদার,

যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, মো. সাইদুল সরদার, রফিকুল ইসলাম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফরহাদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মলিনা রানী রায়,

যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম নবী সেরনিয়াবাত, ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত,

সাধারণ সম্পাদক জাকির পাইকসহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ওই দিন দুপুরে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমা সাহান আরা আবদুল্লাহর রুহের মাগফরাত কামনায় দলীয় নেতা-কর্মী ও মুসুল্লীদের অংশ গ্রহনের বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ৭ জুন রাত সাড়ে এগারোটায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাহান আরা আবদুল্লাহ শেষ নিঃশ্বাষ ত্যাগ করেছিলেন।

About admin

Check Also

আগৈলঝাড়ায় ইয়াবাসহ চার জন আটক,অর্থের বিনিময়ে তিন জনকে ছাড়

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশী অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ চারজনকে পুলিশ আটক করলেও মোটা অংকের অর্থের বিনিময়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *