Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতে মাছ জব্দ, জরিমানা

আগৈলঝাড়ায় নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতে মাছ জব্দ, জরিমানা

ইলিশ আহরণ, মজুদ ও বিপণনে সরকারী নিষেধাজ্ঞা জারির একদিন পর বরিশালের আগৈলঝাড়া শুক্রবার সকালে আইন অমান্য করে প্রকাশ্য বাজারে ইলিশ বিক্রির দায়ে এক বিক্রেতাকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আদালতের পেশকার রমনী রঞ্জন বিশ্বাস জানান, উপজেলা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এর যৌথ অভিযানে রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া বাজারে অভিযান চালান ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাখাওয়াত হোসেন।

অভিযানে ৪০কেজি ইলিশ মাছ জব্দ করে রাজিহার গ্রামের মাছ ব্যবসায়ি কেদারনাথ ভক্তর ছেলে তপন ভক্তকে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ বিক্রির অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

এসময় আদালত উপস্থিত অসহায় ও গরীব লোকজনসহ বিভিন্ন এতিম খানায় জব্দকৃত ইলিশ বিতরণ করা হয়েছে। অভিযানে উপজেলা সিনিয়র সৎস্য কর্মকর্তা মো. আলম উপস্থিত ছিলেন।

About admin

Check Also

বরিশালে নারী শ্রমিককে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ২

সদর উপজেলার রায়াপাশা-কড়াপুর ইউনিয়নের এক নারী শ্রমিককে (২২) বাসার সামনে থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *