Breaking News
Home / সারাদেশ / পুলিশ পিটিয়ে হত্যা,দলকে প্রত্যাখ্যান জানিয়ে বরিশালে বিএনপির ১১ শিক্ষক নেতার আ.লীগে যোগদান

পুলিশ পিটিয়ে হত্যা,দলকে প্রত্যাখ্যান জানিয়ে বরিশালে বিএনপির ১১ শিক্ষক নেতার আ.লীগে যোগদান

ঢাকায় প্রকাশ্যে পুলিশের ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যার ঘটনায় ঘৃণা ভরে দলকে প্রত্যাখ্যান জানিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন বিএনপির ১১ নেতাকর্মী।

রবিবার সকালে বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্য ও বিএনপি নেতা সৈয়দ এনামুল হক, সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন, সহকারি অধ্যাপক সামসুল হক, উপজেলা মহিলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক শাহানাজ খানম,

সহকারি অধ্যাপক শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, প্রভাষক কাজী আলী হায়দার, মিজানুর রহমান, উদয়কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের সহকারি অধ্যাপক আমিনুল ইসলাম জাকির,

ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও একই কলেজের সহকারি অধ্যাপক আক্তারুজ্জামান বিপ্লব এবং বিএনপি নেতা মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে রবিবার আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে বিএনপির ওই ১১ নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশ শুরুর পূর্বে তারা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাসহ

অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে লিখিত আবেদন ও প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আওয়ামী লীগে যোগদান করেছেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা।

About admin

Check Also

বরিশালে নারী শ্রমিককে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ২

সদর উপজেলার রায়াপাশা-কড়াপুর ইউনিয়নের এক নারী শ্রমিককে (২২) বাসার সামনে থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *