Breaking News
Home / সারাদেশ / বরিশালে আগাম শীতকালীন সবজি চাষে সফলতা

বরিশালে আগাম শীতকালীন সবজি চাষে সফলতা

শীতের আগাম সবজি চাষে ব্যাপক সফলতা অর্জন করেছেন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের সফল চাষী মজিবুর রহমান বিপ্লব। তার ২০ শতক জমিতে আগাম শীতকালীন সবজির মধ্যে এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে।

বিপ্লবের একক ফল প্রদর্শনী গোল্ডেন আট পেয়ারা বাগানের এক জমিতেই চাষাবাদ হয়েছে সাত ধরনের ফসল। এরমধ্যে ২০ শতক জমিজুড়ে রয়েছে গোল্ডেন আট নামক জাতের পেয়ারা বাগান।

ওই পেয়ার গাছের মধ্যে ও পাশে আগাম শীতকালীন সবজী চাষ করা হয়েছে। যারমধ্যে রয়েছে-লাল শাক, টমেটো, ক্ষিরাই, শশা, পেঁপে, লেবু ও সুগন্ধী বুম্বাই মরিচ। বিপ্লবের ওই সবজী বাগানে কাজ করে জীবিকা র্নিবাহ করছেন এলাকার চারজন বেকার যুবক।

সফল কৃষক মজিবুর রহমান বিপ্লব বলেন, এবছর আগাম শীতকালীন সবজি চাষ করে ব্যাপক সফলতা অর্জন করায়, আগামীতে এর পরিধি আরো বৃদ্ধি করা হবে। শুধু বিপ্লবই নন; যেকোন চাষীকে উপজেলা কৃষি অফিস থেকে সাধ্যমতো সহযোগিতা ও পরামর্শ দেওয়ার হচ্ছে বলে জানিয়েছেন উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা মিঠুন বণিক।

আগাম শীতকালীন সবজি চাষ করে ব্যাপক সফলতা পাওয়ার কথা জানিয়ে গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সেকেন্দার শেখ বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে,

সেই লক্ষ্য নিয়েই নতুন নতুন চাষী তৈরি করতে কাজ করছে কৃষি অধিদপ্তর। এসব কৃষকদের কৃষি অফিস থেকে সাধ্যমতো সহযোগিতার পাশাপাশি মাঠপর্যায়ে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তারা পরামর্শ দিয়ে থাকেন।

ফলশ্রুতিতে এবার উপজেলার পাঁচ হেক্টর জমিতে আগাম টমেটো চাষ করা হয়েছে। পাশাপাশি শীতকালীন সবজি চাষও বৃদ্ধি পেয়েছে।

মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, সফল কৃষক মজিবুর রহমান বিপ্লবের ব্যাপক সফলতায় আগামীতে মাহিলাড়া ইউনিয়নে আরো সবজি চাষী বৃদ্ধি পাবে।

About admin

Check Also

স্বীকৃতির দাবিতে অনশনরত অন্তঃসত্তা তরুনীর ওপর হামলা

বরিশালের গৌরনদীতে গর্ভের সন্তানসহ স্ত্রীর মর্যাদার প্রেমিকের বাড়িতে অনশনরত অন্তঃস্বত্তা তরুনীকে পিটিয়ে রক্তাক্ত জখম করার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *