Breaking News
Home / সারাদেশ / আগামী প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই:মন্ত্রী হাসানাত আবদুল্লাহ

আগামী প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই:মন্ত্রী হাসানাত আবদুল্লাহ

নিজেদের মধ্যে নেতৃত্বর কোন মতানৈক্য থাকলে তা ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে সকল নেতা-কর্মীকে একত্রে কাজ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে।

আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে তাকে কেউ কখনো পারাজিত করতে পারেনি আর পারবেও না। এটাই আওয়ামী লীগের ইতিহাস। প্রত্যেক ভোটারের দ্বারে দ্বারে গিয়ে সরকারের উন্নয়ন এবং তাদের মৌলিক অধিকার ভোট প্রদানের জন্য উৎসাহিত করতে হবে।

শেখ হাসিনার নেতৃত্বে বহিঃবিশে^ বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হয়ে আসছে। তাই আগামী প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই। জনকল্যানে, উন্নত দেশের জন্য আওয়ামী লীগকে ভোট দিয়ে পুণরায় ক্ষমতায় আনতে হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় দলীয় নেতা-কর্মীদের সাথে বিশেষ সাংগঠনিক সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

সোমবার সকাল সাড়ে এগারোটায় উপজেলার সেরাল গ্রামে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত সভায় বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সংশ্লিষ্ঠ ইউনিয়নের নেতৃবৃন্দরা ওই বিশেষ সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন।

বিশেষ সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,

উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমেশ চন্দ্র অধিকারী, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদারসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা।

About admin

Check Also

আগৈলঝাড়ায় এক রাতে স্কুল ছাত্রী ও গৃহবধু আত্মহত্যা

বরিশালের আগৈলঝাড়ায় শুক্রবার রাতে এক স্কুল ছাত্রী ও এক গৃহবধু বিষ পান করে আত্মহত্যা করেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *