Breaking News
Home / সারাদেশ / গৌরনদীতে বিজয় দিবস পালিত

গৌরনদীতে বিজয় দিবস পালিত

নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শনিবার দিবসের শুরুতেই ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়।

সকাল সাড়ে সাতটায় সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতির পিতার অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিদেবন করেন প্রশাসন, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতা।

সকাল আটটায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলণ ও জাতীয় সংঙ্গীত পরিবেশন শেষে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধণ করেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুসহ অন্যান্যরা।

এরপর কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। কুচকাওয়াজে থানা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের সদস্য, কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। দুপুরে শহীদ সুকান্ত বাবু হলরুমে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

একইদিন বেলা এগারটায় উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

About admin

Check Also

বরিশালে নারী শ্রমিককে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ২

সদর উপজেলার রায়াপাশা-কড়াপুর ইউনিয়নের এক নারী শ্রমিককে (২২) বাসার সামনে থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *