Breaking News
Home / সারাদেশ / বরিশালে স্বতন্ত্র প্রার্থীকে হুমকি কর্মীদের ওপর হামলা , সংবাদ সম্মেলনে অভিযোগ

বরিশালে স্বতন্ত্র প্রার্থীকে হুমকি কর্মীদের ওপর হামলা , সংবাদ সম্মেলনে অভিযোগ

স্বতন্ত্র প্রার্থীকে হুমকিসহ কর্মী-সমর্থকদের ওপর হামলা, নারী কর্মীদের শ্লীলতাহানির চেষ্টা, হুমকি ও প্রচারের মাইক ভাংচুর করার অভিযোগ এনে বুধবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল-৫ (সদর) আসনের ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপন তার কর্মী-সমর্থকদের নিয়ে এ সংবাদ সম্মেলন করেছেন।

স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপন নিজেই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর উঠান বৈঠকে এবং এর আগে দুপুরে নগরীর বটতলা ও কাশিপুরে হামলার ঘটনা ঘটেঠে। প্রতিদিন তার কর্মীদের মারধর করা হচ্ছে। প্রচারের মাইক ভাংচুর করার পাশাপাশি প্রচারণায় বাঁধা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বুখাইনগরে নৌকার প্রার্থীর সমর্থক ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুর ইসলাম আমার ও আমার কর্মীদের ওপর চড়াও হয়ে অপমান অপদস্ত করেছেন।

এমনকি নুর ইসলাম হুমকি দিয়ে আমাকে বলেছেন, তুই কার পারমিশন নিয়ে বুখাইনগর আইছো, তুই স্বতন্ত্র প্রার্থী হইছো কার কথায় কৈফিয়ত চায়। এ বিষয়ে আমি নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করেও এখন পর্যন্ত কোন সুফল পাইনি।

তবে অভিযোগ অস্বীকার করে চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম বলেন, সালাহ উদ্দিন রিপনের সাথে আমার দেখাই হয়নি। তাহলে তাকে উল্টা-পাল্টা কথা বলার প্রশ্নই আসেনা।

এ বিষয়ে জানতে বরিশাল-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার মার্কার প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম সাংবাদিকদের বলেন, আমি ও আমার কোনো লোক মারামারির সাথে জড়িত না।

যারা নৌকার বিপে দাঁড়িয়েছে বা নৌকাকে ঠকাতে ইন্ধন দিচ্ছে তারাই এসব কাজ করতে পারে। নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা ও বরিশালের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম বলেন, অভিযোগের তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাচনী মঞ্চে বিএনপি নেতা ॥ বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারনায় ইউনিয়ন বিএনপি নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

শোকজ নোটিশপ্রাপ্ত বিএনপি নেতা হলেন, ওবায়দুল করিম তুহিন পন্ডিত। তিনি সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। বুধবার দুপুরে সদর উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহবায়ক জিয়াউল ইসলাম সাবু তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, তুহিন পন্ডিত দলের বিভিন্ন পদে ছিলেন।

দলের শৃঙ্খলা ভঙ্গ করে সরকারের পাতানো নির্বাচনে বরিশাল-৫ আসন থেকে স্বতন্ত্র পদে প্রতিদ্বন্ধিতা করা আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিন রিপনের ট্রাক মার্কার পে প্রকাশ্যে ভোট চেয়ে বেড়াচ্ছেন। দলীয় নির্দেশনা উপো করে তিনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মঞ্চে বক্তব্যও রেখেছে। এতে সে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে। তাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

About admin

Check Also

আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *