Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় অজ্ঞা’তনামা লা’শের পরিচয় উদ’ঘাটন করেছে পুলিশ

আগৈলঝাড়ায় অজ্ঞা’তনামা লা’শের পরিচয় উদ’ঘাটন করেছে পুলিশ

বরিশালের আগৈলঝাড়ায় অজ্ঞা’তনামা মধ্য বয়সী লা’শের পরিচয় উদঘাটন করেছে পুলিশ। উ’দ্ধার হওয়া ওই নারীর লা’শ ওই বাড়ির মৃ’ত নীম চাঁদ হালদার ও কানন বালা হালদারের মেয়ে বাসনা হালদার। বাসনা ওই গ্রামের পাশেই আহুতি বাটরা গ্রামের নির্মল হালদারের স্ত্রী ও তিন কন্যা সন্তানের জননী। লা’শ উ’দ্ধারের পর থেকেই পুলিশ বিভিন্ন তদ’ন্ত কৌশল অবলম্বন করে শুক্রবার সন্ধ্যায় ওই নারীর পরিচয় উদ’ঘাটন করেছে।

থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন ও ঘটনাস্থল থেকে লা’শ উদ্ধা’রকারী পুলিশ পরিদর্শক (তদ’ন্ত) মাজহারুল ইসলাম শুক্রবার রাতে এই প্রতিনিধিকে জানান, শুক্রবার খুব সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল গ্রামের বীরেণ হালদারের বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞা’তনামা হি’ন্দু নারীর (৫৫) এর লা’শ উ’দ্ধার করে পুলিশ।

ওই দিন দুপুরে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
লা’শ উ’দ্ধারের ঘটনায় থানায় প্রাথমিকভাবে অপমৃ’ত্যু মা’মলা দায়ের করা হয়েছে, নং-১৬ (১৭.৭.২০)। শনিবার সকালে লা’শ ম’র্গে প্রেরণ করেছেন মা’মলার তদ’ন্তকারী কর্মকর্তা এসআই জামাল হোসেন। প্রত্যক্ষদর্শী সূত্র মতে, শুক্রবার খুব সকালে একই বাড়ির চন্দ্রবালা পুকুরে কিছু একটা ভাসতে দেখেন।

পরবর্তিতে লা’শের ভাই নিখিল সেটি মানুষের লা’শ বলে সনাক্ত করলেও তার বোনের লা’শ হিসেবে সনাক্ত করেনি। পুকুর থেকে উত্তোলনের পরে বাসনার লা’শ কেন তার বাবার পরিবার সদস্যরা ও স্থানীয় লোকজন সনাক্ত করেনি সেই রহস্য খুঁজছে পুলিশ।

About admin

Check Also

আগৈলঝাড়ায় বোরো চাষে লক্ষ্যমাত্রার চেয়ে ৩হাজার ১৮০ মেট্টিক টন ধান বেশী উৎপাদন

বরিশালের আগৈলঝাড়ায় চলতি ইরি-বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ৩হাজার ১৮০ মেট্টিক টন ধান বেশী উৎপাদন হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *