Breaking News
Home / সারাদেশ / বরিশালে সাত জেলের কা’রাদন্ড

বরিশালে সাত জেলের কা’রাদন্ড

বরিশাল জেলার হিজলা উপজেলার মেঘনা নদীতে দিনভর অভিযান চালিয়ে অবৈ’ধ সরঞ্জাম দিয়ে মাছ নি’ধন করার অপ’রাধে সাত জেলেকে আ’টক করা হয়েছে। হিজলা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথভবে অভি’যানে তাদের আ’টক করা হয়।

শনিবার সকালে আ’টককৃ’তদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের কা’রাদ’ন্ড প্রদানের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। দ’ন্ডপ্রাপ্ত জেলে খলিল খান, সুমন মাঝি, দেলোয়ার হোসেন, বাবুল সরদার, শহীদ বেপারী, মানিক মাঝি ও জালাল সরদার হিজলা ও পার্শ্ববর্তী মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা।

হিজলা নৌ পুলিশের ওসি মোঃ বেলাল হোসেন জানান, শুক্রবার হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ হালিম মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন। এসময় অ’বৈধ সরঞ্জাম দিয়ে মাছ ধরার অপ’রাধে সাত জেলেকে আট’ক করা হয়। রাতে আ’টককৃ’তদের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রত্যেককে এক বছর করে সাজা প্রদান করেন।

About admin

Check Also

আগৈলঝাড়ায় ধানকাটা কাঁচি দিয়ে কুপিয়ে এক জনকে গুরুতর জখম

বরিশালের আগৈলঝাড়ায় মাঠে ধান কাটতে যাবার সময়ে ধানকাটা কাঁচি দিয়ে এক জনকে কুপিয়ে গুরুতর জখম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *