Breaking News
Home / সারাদেশ / নো মাস্ক,নো সার্ভিস প্রচারণায় মাস্ক ব্যবহারে উদ্বু’দ্ধ করতে ৬জনতে জরি’মানা

নো মাস্ক,নো সার্ভিস প্রচারণায় মাস্ক ব্যবহারে উদ্বু’দ্ধ করতে ৬জনতে জরি’মানা

“নো মাস্ক, নো সার্ভিস’’ এমন প্রচারণার মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় করো’নার দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনগনের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ও সকলকে মাস্ক ব্যবহারে উদ্বু’দ্ধ করতে পরিচালিত অ’ভিযানে ৬ জনকে জরি’মানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত থানা পুলিশের সহায়তায় উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক ও বাজারে এই অভি’যান পরিচালনা করেন ভ্রাম্যান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম।

অভি’যানে মাস্ক ব্যবহার না করায় ব্যবসায়ি, ইজিবাইক চালক, যাত্রী, পথচারীসহ ৬ জনকে ১ হাজার ৪শ টাকা জ’রিমানা করেন আদালত। এসময় করো’না মোকাবেলায় জনগনের স্বাস্থ্য সুরক্ষায় সকলকে মাস্ক ব্যবহার নিশ্চিত করনের উপর গুরু’ত্বারোপ করা হয়। ব্যবসায়ি প্রতিষ্ঠানগুলোতে “নো মাস্ক, নো সার্ভিস’’এর আওতায় নেয়ার কথাও জানান বিচারক মো. আবুল হাশেম।

ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আবুল হাশেম জানান, সরকারী নির্দেশনা অনুযায়ি ক’রোনা মোকাবেলায় সকলকে মাস্ক ব্যবহারের আওতায় আনতে ভ্রাম্যমান আদালতের এই অভি’যান প্রতিনিয়ত চলমান থাকবে। প্রথম দিন জনগনকে উদ্বু’দ্ধু করণের কাজ করলেও পর্যায়ক্রমে জরি’মানার পরিধি আরও বৃ’দ্ধি করা হবে বলেও জানান তিনি।

সোমবার উপজেলা আইন শৃংখলা সভায় সিদ্ধা’ন্ত গ্রহনের পরদিন এই অভি’যান পরিচালিত হওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ সচেতন জনগন।

About admin

Check Also

স্বীকৃতির দাবিতে অনশনরত অন্তঃসত্তা তরুনীর ওপর হামলা

বরিশালের গৌরনদীতে গর্ভের সন্তানসহ স্ত্রীর মর্যাদার প্রেমিকের বাড়িতে অনশনরত অন্তঃস্বত্তা তরুনীকে পিটিয়ে রক্তাক্ত জখম করার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *