Breaking News
Home / সারাদেশ / প্রকল্পের ঋণ নিয়ে স্বাবলম্বী হচ্ছে গ্রামীণ নারীরা-বিভাগীয় কমিশনার অমিতাভ

প্রকল্পের ঋণ নিয়ে স্বাবলম্বী হচ্ছে গ্রামীণ নারীরা-বিভাগীয় কমিশনার অমিতাভ

বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার বলেছেন, আমার বাড়ি আমার খামার প্রকল্প থেকে ঋন নিয়ে নিজেদের স্বাবলম্বী করে তুলছে গ্রামীণ নারীরা।

রবিবার বিকেলে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে আমার বাড়ি আমার খামার প্রকল্পের সুবিধা ভোগীদের নিয়ে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সরকার পূর্বের তুলনায় এ প্রকল্পের সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। ফলে গ্রামীণ এলাকার প্রান্তিক জনগোষ্ঠী এ প্রকল্প থেকে ক্ষুদ্র ঋন নিয়ে লাভবান হচ্ছে।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পিয়াস হোসেন, গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম প্রিন্স,

প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, বক্তব্য রাখেন একটি বাড়ী একটি খামার প্রকল্পের গৌরনদী উপজেলা সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।

একইদিন দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শনকালে বিভাগীয় কমিশনারকে গার্ড অফ অনার প্রদান করেন গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা। পরে বিভাগীয় কমিশনারকে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

এসময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রহমান, মডেল থানার ওসি আফজাল হোসেন, উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, খাদ্য পরিদর্শক অশোক কুমার প্রমুখ।

About admin

Check Also

যুবদলের সভাপতি বানাতে অর্থ আদায়ের অভিযোগ

বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে ইউনিয়ন কমিটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *