Breaking News
Home / অন্যান্য / সন্তান কোলে নিয়ে ভিক্ষা করেই প্রতি মাসে ইনকাম প্রায় ১৯ লক্ষ টাকা

সন্তান কোলে নিয়ে ভিক্ষা করেই প্রতি মাসে ইনকাম প্রায় ১৯ লক্ষ টাকা

সন্তান কোলে নিয়ে ভিক্ষা করেই প্রতি মাসে ইনকাম প্রায় ১৯ লক্ষ টাকা

সন্তান কোলে নিয়ে ভিক্ষা করেই প্রতি মাসে ইনকাম প্রায় ১৯ লক্ষ টাকা এই যুবতীর – প্রায় মধ্য যুগ থেকেই সমাজে ধনি দরি’দ্রের আবির্ভাব। যাদের অর্থের অভাব নেই,

তারা হলেন ধনি আর যাদের দিন কাটে অভাব অনটনে, তারা গরিব। জীবন চলার তাগিতে তারা এই অভাব অনটনের কাছে হার মেনে অনেক মানুষ এসে দাঁড়ায় পথে,

হাত পাতে অন্য মানুষের কাছে। আমদের চারপাশে প্রায় সব জায়গাতেই এমন মানুষদের আম’রা দে’খতে পাই যারা ভিক্ষা করে দিন কাটায়। কিন্তু সব ক্ষেত্রেই যে ওপরের ঘ’টনাটা পুরোপুরি সত্য সেইরকমও কিন্তু নয়। কেউ কেউ এটাকে ব্যাবসা বানিয়ে

মিথ্যে অভিনয় করে টাকা রোজগার করে, অনেক ক্ষেত্রে এসব ব্যাপারে সত্যের থেকে মিথ্যেটাই বেশি জড়িয়ে থাকে। এক্ষেত্রে যে যুক্তিটি সবার আগে দেওয়া যায় সেটা হল যে যাদের সত্যি এতো স’মস্যা তারা বেঁ’চে থাকতে কেন ভিক্ষা করছে ! কাজ করে কেন পে’টের ভাত

জোটাচ্ছে না। আর কিছু ক্ষেত্রে এসমস্ত ভিখারিদের সাথে যুক্ত থাকে অনেক আন্ডারওয়ার্ল্ডের ব্যাবসায়িরা। সুতরাং কিছু ক্ষেত্রে ভিক্ষাটা একটা ব্যাবসা হয়ে উঠেছে। কিন্তু আজকে যে ঘ’টনাটি নিয়ে আম’রা আলোচনা করবো সেটা হল এক ম’হিলার কথা। আরবে ঘুরতে এসে কোন কারনে

তিনি এই পেশায় যুক্ত হয়ে যান। ভিক্ষা করেই মাসে এক লাখ দিরহাম রোজগার করেন এই ম’হিলা, যা ভারতীয় মুদ্রায় এসে দাঁড়ায় প্রায় ১৯ লাখ টাকা। সংযুক্ত আরব আমিরশাহীতে ঘ’টেছে এই ঘ’টনাটি, যথারীতি পু’লিশ গেরেফতারও করেছে সেই ম’হিলা কে। ব্রি আব্দুল হামিদ

আব্দুল্লাহ আল হাসিমি হলেন দুবাই পু’লিশের ক’র্মকর্তা, তিনি জা’নান যে ‘আরব আমিরশাহীর বাসিন্দা নন ওই ভিক্ষুক। তিনি ভ্রমন ভিসায় কোন পর্যটন কোম্পানির মাধ্যমে ভিক্ষা বৃত্তিতে এসে যুক্ত হন দুবাইতে এসে। গত মাসে তিনি ভিক্ষা করে এক লাখ দিরহাম আয় ক’রেছেন।’ তিনি

এও জা’নান যে ‘এখানে এসে টুরিস্ট হয়ে ভিক্ষা করছে এরম ব্যাক্তি ধ’রা পড়লে তার দুই হাজার দিরহাম জ’রিমানা করা হবে। যে প্রতিষ্ঠানের মাধ্যমে এসেছে তারও জরিমান হবে। এই প্রক্রিয়ার পুনরাবৃত্তি হলে কালো তালিকা ভুক্ত করা হবে উক্ত প্রতিষ্ঠান টিকে। দুবাইয়ের সংবাদ মাধ্যম

খালিজ টাইমস জা’নায়, ২০১৮ সালে দুবাই থেকে প্রায় ২৪৩ জনকে গ্রেফতার করেছিল দুবাই পু’লিশ। আগের বছরগু’লির তুলনায় সেটা ২০১৮ অনেকটাই কমেছে

বলে জা’নিয়ে দুবাই ক’র্তৃপক্ষ। রমজান মাসে ভিখারির সংখ্যা বেড়ে যায় দুবাইতে। তাই এই মাসে প্রতিবার দেশটির পু’লিশেরা ততপর থাকে এই অনিয়ম সামাল দিতে

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *