Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়া বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা

আগৈলঝাড়া বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। প্রতিদিন নতুন রোগী ভর্তির পাশাপাশি অন্তত ২০জন ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন।

হাসপাতালের ইউএইচএএফপিও ডা. বখতিয়ার আল মামুন জানান, গত এক সপ্তাহ যাবত রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ১৯মার্চ থেকে ২৫মার্চ পর্যন্ত ডায়রিয়া ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই বছরের অমবিকা বিশ্বাস, ৬মাসের প্রিয়ংশি বৈদ্য, ৩মাসের মইন, জয় গোপাল,

৯মাসের সাফিরন, ১২বছরের মেঘ সিকদার, রাই শিকদার, ১৭ মাসের আলহাজ, ১৮মাসের সাবিয়া, ১বছরের জোনায়েত, ফালগুনী বালা, ২৫বছরের জেসমিন আক্তার, ১বছরের নুহান, ৮মাসের সোহান, ৬০বছরের জিন্নাতয়ারা, ১৪মাসের আমিনা, ১৯মাসের প্রিংকর রায়,

৬৫বছরের নুর মোহাম্মদ, শাহ আলম সরদার, ১১মাসের ইউসুফ মোল্লা, ১৩মাসের তাওহীদ, ১৬ মাসের অপূর্ব তালুকদার, ৭০বছরের সাহেব আলী, ৬মাসের সকাল দাস, ৫মাসের আরাফাত সরদার, ২৪বছরের লাইজু আক্তার, ২০দিনের আবির, ১০মাসের রিয়া বৈরাগী, ৩মাসের বৈশাখী বনিক, ৮বছরের সামিয়া।

ডা. বখতিয়ার আল মামুন আরও জানান, হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের কারনে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া রোগ দেখা দিয়েছে। অন্য সময়ের চেয়ে বর্তমানে রোগীর সংখ্যা একটু বেশী।

হাসপাতালে পর্যাপ্ত পরিমান অষুধ রয়েছে। রোগীদের কোন সমস্যা হবে না জানিয়ে সকলকে সচেতন হবার আহ্বান জানান তিনি।

About admin

Check Also

আগৈলঝাড়ায় ইয়াবাসহ চার জন আটক,অর্থের বিনিময়ে তিন জনকে ছাড়

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশী অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ চারজনকে পুলিশ আটক করলেও মোটা অংকের অর্থের বিনিময়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *