Breaking News
Home / সারাদেশ / লকডাউনের দ্বিতীয়দিনে বরিশালে ব্যবসায়ীদের বিক্ষোভ

লকডাউনের দ্বিতীয়দিনে বরিশালে ব্যবসায়ীদের বিক্ষোভ

লকডাউনের দ্বিতীয় দিনে মঙ্গলবার বেলা ১২ টার দিকে নগরীর গীর্জামহল্লার ব্যবসায়ী ও মোবাইল মার্কেটের কয়েকশ’ ব্যবসায়ী ও কর্মচারীরা লকডাউন প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন।

ব্যবসায়ী মালিক সমিতি ও মোবাইল মালিক সমিতির সদস্যরা দোকানপাট খোলা রাখার দাবিতে প্রায় ঘন্টাব্যাপী রাস্তায় অবস্থান করে বিক্ষোভ মিছিল করেন। পরে মিছিল নিয়ে সদররোড অতিক্রমকালে পুলিশ এসে ব্যবসায়ীদের সাথে কথা বলে আন্দোলন থেকে ঘরে ফেরার নির্দেশ দেন। এরপর তারা আন্দোলন স্থগিত করেন।

বাংলাদেশ মোবাইল মালিক সমিতির বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ শহিদ বলেন, আমরা সরকারি নিয়ম মানি। তবে আমাদের পেটের কথা চিন্তা করে একটু সুযোগ চাচ্ছি। তিনি আরও বলেন, গত বছর লকডাউনে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছি।

সামনে রমজান মাস ব্যবসার মৌসুম। এসময় দোকানপাট বন্ধ থাকলে আমরা চরম ক্ষতির মুখে পরবো। তাই স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করার সুযোগ দেয়ার জন্য তারা জোর দাবি করেন।

মঙ্গলবার দুপুরের জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা বলেন, করোনা থেকে মানুষ যেন মুক্তি পেতে পারে, সেজন্য সরকার নির্দেশিত লকডাউন যথার্থভাবে মানাতে তারা মোবাইল কোর্ট পরিচালনা করছেন।

যেখানে এর ব্যত্যয় ঘটছে সেখানেই তারা জরিমানা করছেন। তিনি আরও বলেন, সবাইকে সরকারের সিদ্ধান্ত মানতে হবে। দোকানপাট ও শপিং মল খোলা রাখার কোনো সুযোগ নেই। নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা বলেন, মহামারী করোনা থেকে প্রাণে বেঁচে থাকলে কাজ করা যাবে। এজন্য আগে অন্তত পরিবারের জন্য হলেও সবাইকে করোনা সংক্রমনরোধে সরকারের নির্দেশ পালন করতে হবে।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বরিশালে বাস ও লঞ্চ চলাচল বন্ধ থাকলেও নগরীর চক বাজারের ব্যবসায়ীরা চুপিসারে দোকান খুলে বিকিকিনি অব্যাহত রেখেছে। ব্যবসায়ীদের দাবি স্বাস্থ্যবিধি মেনে যেন তাদের ব্যবসা-প্রতিষ্ঠান সীমিত আকারে খুলতে দেওয়া হয়।

সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত \ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মঙ্গলবার দুপুর পর্যন্ত ১১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে করোনায় আক্রান্ত রয়েছেন ২২ জন।

এছাড়া ৫ এপ্রিল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৭৩ জনের নমুনা পরীক্ষা করে এ যাবৎ কালের সর্বোচ্চ সংখ্যক ৫৮ জনের রিপোর্টে করোনা পজেটিভ এসেছে। বরিশাল জেলায় একইসময়ে আক্রান্তের সংখ্যা ৪৮ জন। এরমধ্যে শুধু সিটি কর্পোরেশন এলাকায় ৪১ জন।

About admin

Check Also

আগৈলঝাড়ায় সুদি ব্যবসায়ির কাছে জিম্মি হয়ে পরেছে দিন মজুরের পরিবার

বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় সুদি ব্যবসায়ির কাছে জিম্মি হয়ে পরেছে অসহায় একটি দিনমজুর পরিবার। বিশ হাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *