Breaking News
Home / সারাদেশ / বরিশাল বিভাগে মৎস্য খাতে সাড়ে ২২ কোটি টাকার ক্ষয়তি

বরিশাল বিভাগে মৎস্য খাতে সাড়ে ২২ কোটি টাকার ক্ষয়তি

টানা বৃষ্টি ও প্রবল জোয়ারের পানিতে বরিশাল বিভাগে ১২ হাজার ১৪৩টি পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। এতে প্রায় সাড়ে ২২ কোটি টাকার তির মুখে পরেছেন মৎস্য চাষিরা।

রবিবার সকালে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, অতিবৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে বরিশাল বিভাগের চার জেলায় পুকুর ও ঘের ভেসে যাওয়ায় মৎস্য খাতে ব্যাপক তি হয়েছে।

এরমধ্যে বিভাগের পিরোজপুরে ৮১০টি পুকুর ও ঘের প্লাবিত হয়ে এক কোটি ১১ লাখ টাকা, বরগুনায় ছয় হাজার ৩৪টি পুকুর ও ঘের প্লাবিত হয়ে তিন কোটি ২০ লাখ টাকা,

পটুয়াখালীতে পাঁচ হাজার ২৩৫টি পুকুর ও ঘের প্লাবিত হয়ে ১৮ কোটি টাকা এবং ভোলায় ৫৫টি পুকুর ও ঘের ভেসে যাওয়ায় ২১ লাখ টাকার তি হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত মঙ্গল ও বুধবার বরগুনা জেলায় ২৬২ মিলিমিটার বৃৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার থেকে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড় ছাড়া ভারী বর্ষণে এতো তি হবে তা এ অঞ্চলের কেউ ভাবেতেও পারেনি।

About admin

Check Also

স্বীকৃতির দাবিতে অনশনরত অন্তঃসত্তা তরুনীর ওপর হামলা

বরিশালের গৌরনদীতে গর্ভের সন্তানসহ স্ত্রীর মর্যাদার প্রেমিকের বাড়িতে অনশনরত অন্তঃস্বত্তা তরুনীকে পিটিয়ে রক্তাক্ত জখম করার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *