Breaking News
Home / খেলাধুলা / অবশেষে টাইগারদের জন্য অস্থায়ী নতুন কোচ নিয়োগ দিলো বিসিবি

অবশেষে টাইগারদের জন্য অস্থায়ী নতুন কোচ নিয়োগ দিলো বিসিবি

অবশেষে টাইগারদের জন্য অস্থায়ী নতুন কোচ নিয়োগ দিলো বিসিবি

তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে বাংলাদেশ দল।

সেখানে বাংলাদেশ দলের সঙ্গে পাওয়ার হিটিং পরামর্শক হিসেবে কাজ করবেন আলবি মর্কেল। আজ (মঙ্গলবার) থেকে পাঁচদিন জাতীয় দলের সঙ্গে কাজ করবেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এবং ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিসিবির প্রধান নির্বাহী বলেন, এটা কোনো নিয়োগ না, ও অ্যাভেইলঅ্যাভেল আছে, শর্টটার্ম কয়েকটা সেশন করাবে। নিয়োগ অন্য জিনিষ, লং টার্মে হয়। এটা শুধু দক্ষিণ আফ্রিকা সিরিজে কয়েকটা সেশনের জন্য।

অন্যদিকে জালাল ইউনুস বলেন, ওয়ানডে সিরিজের আগে আজ থেকে দলের সঙ্গে কাজ করবে আলবি মরকেল। পাঁচদিন তার অধীনে পাওয়ার হিটিং অনুশীলন করবে ক্রিকেটাররা।

উল্লেখ্য, আগামী ১৮ মার্চ সেঞ্চুরিয়ানে প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের মুখোমুখি হবে টাইগাররা। এর আগে ১৫ মার্চ জোহানেসবার্গে আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়ানডে দল।

সিরিজের বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২৩ মার্চ। দ্বিতীয় ম্যাচ জোহানেসবার্গে ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে জোহানেসবার্গে। ওয়ানডে সিরিজ শেষে ডারবানে যাবে দুইদল।

আগামী ২৫ মার্চ থেকে অনুশীলন শুরু করবে তারা। এরপর ২৬ ও ২৭ মার্চ চ্যাটসওর্থে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ৩১ মার্চ ডারবানে প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় ম্যাচটি হবে পোর্ট এলিজাবেথে, ৮ এপ্রিল।

About admin

Check Also

নতুন মুখ নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করলো বিসিবি

নতুন মুখ নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করলো বিসিবি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *