Breaking News
Home / খেলাধুলা / অবশেষে দলের হেড কোচের দায়িত্ব পেলেন দেশীয় কোচ

অবশেষে দলের হেড কোচের দায়িত্ব পেলেন দেশীয় কোচ

অবশেষে দলের হেড কোচের দায়িত্ব পেলেন দেশীয় কোচ

কোচ আফতাব আহমেদের অগ্রযাত্রা চলছেই। যুক্তরাষ্ট্রের লিগের পর এবার আমিরাতের লিগে কোচিং করাবেন বাংলাদেশের এই সাবেক তারকা ক্রিকেটার।

আবুধাবিতে অনুষ্ঠেয় এবারের টি-টেন লিগে বাংলা টাইগার্সের হেড কোচ নিযুক্ত হয়েছেন তিনি। নিজেদের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আফতাবকে কোচ করার বিষয়টি নিশ্চিত করেছে এই ফ্র্যাঞ্চাইজি।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে লিজেন্ডস অব রুপগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন।

২০১৯ সালে প্রথম বাংলা টাইগার্সের কোচের দায়িত্ব পেয়েছিলেন আফতাব। তার কোচিংয়ে সেবার টি-টেন লিগে তৃতীয় হয়েছিল বাংলা টাইগার্স।

বাংলা টাইগার্সের কোচের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত আফতাব দলটির ওয়েবসাইটকে বলেন, ‘ঘরে ফেরার অনুভূতি হচ্ছে। আমাদের প্রথম টি-টেন লিগ মিশন খুব উপভোগ করেছিলাম।

দারুণ কিছু খেলোয়াড় এবং অসাধারণ টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। কোচ হিসেবে প্রথমবার আমার অধীনে দল দ্বিতীয় রানার-আপ হয়েছিল, এবার আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’

প্রথম আসরেও বাংলা টাইগার্সের প্রধান কোচ হিসেবে কাজ করেন আফতাব আহমেদ। সাপোর্ট স্টাফেও ছিল বাংলাদেশীদের আধিপত্য। দেখা গিয়েছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল, নাজিমউদ্দিনদের।

জানা গেছে, টিম ম্যানেজমেন্টে আফতাবের সাথে দেশের অন্যতম গুণী ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিমকেও যুক্ত করতে যাচ্ছে বাংলা টাইগার্স। মেন্টরের ভূমিকায় দেখা যাবে তাকে।

তথ্যসূত্র: sportszone24

About admin

Check Also

নতুন মুখ নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করলো বিসিবি

নতুন মুখ নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করলো বিসিবি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *