Breaking News
Home / অন্যান্য / দেশের ক্রিকেটে গত কয়েক বছরেও যা ঘটেনি সাকিবের একটা কিকে সেটাই ঘটতে চলেছে

দেশের ক্রিকেটে গত কয়েক বছরেও যা ঘটেনি সাকিবের একটা কিকে সেটাই ঘটতে চলেছে

দেশের ক্রিকেটে গত কয়েক বছরেও যা ঘটেনি সাকিবের একটা কিকে সেটাই ঘটতে চলেছে

আবাহনী-মোহামেডান ঢাকা ডার্বিতে অশো’ভন আচরণ করায় সাকিব আল হাসানের বিরু’দ্ধে মোট দুটি অভি’যোগ আনা হয়েছিল। যার ধারাবাহিকতায় দুই নিয়ম ভ’ঙ্গের অভিযোগে তাকে পৃথক শাস্তি দেওয়া হয়েছে।

সাকিবের দুই অপ’রাধই লেভেল-৩ এর নিয়ম ভ’ঙ্গের আওতায়। দুই অপ’রাধের মিলিত শা’স্তি হয়েচে ৩ ম্যাচের নিষে’ধাজ্ঞা ও ৫ লাখ টাকা জ’রিমানা।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রো’পলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, ‘আমরা ম্যাচ অফিসিয়ালদের রিপোর্টের অপেক্ষায় ছিলাম, সেটা পেয়েছি।

দুইটা অভিযো’গ ছিল। একটি ৪.৬ ওভারে এলবিডব্লিউর আবেদন, যার প্রতিক্রি’য়া সাকিব লাথি মেরে উইকেট ভেঙে দিয়েছেন।

আরেকটা ছিল ৫.৫ ওভারের পর, যখন আম্পা’য়াররা মাঠে কভার ডাকেন এবং সাকিব উইকেট তুলে ছুঁড়ে ফেলে দেন।’

‘আমরা যে রিপোর্ট দেখেছি, তাতে দুই অপরা’ধের জন্য লেভেল-৩ সাকিবের বিরু’দ্ধে গিয়েছে। সেক্ষেত্রে তার নিষে’ধাজ্ঞা ৩ ম্যাচ এবং জরি’মানা ৫ লাখ টাকা।’

এদিকে বিসিবি বস পাপন কিছুটা সাকিবের পক্ষ নিয়ে টুর্নামেন্টের উপড় তদন্ত করার কথা বললেন। তিনি হুমকি দিয়ে বলেছেন- “অনিয়ম নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে, প্রয়োজনে লিগ বন্ধ করে দেয়া হবে।”

শনিবার (১২ জুন) সন্ধ্যায় সাংবাদিকদের একথা জানান বিসিবি বস নাজমুল হাসান পাপন।

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *