Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় করোনা প্রতিরোধে বিভাগীয় কমিশনারের ভিডিও কনফারেন্স

আগৈলঝাড়ায় করোনা প্রতিরোধে বিভাগীয় কমিশনারের ভিডিও কনফারেন্স

আগৈলঝাড়া প্রতিনিধি: প্রাণ ঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনারের সাথে আগৈলঝাড়া প্রশাসনের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আগৈলঝাড়া উপজেলা প্রশাসন, সামাজিক গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাধারন লোকজনের সাথে ভিডিও কনফারেন্সে করোনা ভাইরাস মোকাবেলায় করনীয় বিষয়েমত বিনিময় করেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। ভিডিও কনফারেন্সে বিভাগীয় কমিশনার উপজেলা প্রশাসনের কাছে আগৈলঝাড়া উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কোন পর্যায়ে রয়েছে তা জানতে চার। উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম এখনও পর্যন্ত উপজেলায় করোনা ভাইরাসের কোন রোগী সনাক্ত হয়নি বলে বিভাগীয় কমিশনারকে অজানানো হয়।

ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন, বিশিষ্ট ঠিকাদারী ব্যবসায়ি শফিকুল ইসলাম সকুলসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা ও নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ।

About admin

Check Also

আগৈলঝাড়ায় ধানকাটা কাঁচি দিয়ে কুপিয়ে এক জনকে গুরুতর জখম

বরিশালের আগৈলঝাড়ায় মাঠে ধান কাটতে যাবার সময়ে ধানকাটা কাঁচি দিয়ে এক জনকে কুপিয়ে গুরুতর জখম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *