Home / খেলাধুলা / ডমিঙ্গোকে বাদ দিয়ে নতুন এক কোচকে দলে দেখতে চান: মাশরাফি

ডমিঙ্গোকে বাদ দিয়ে নতুন এক কোচকে দলে দেখতে চান: মাশরাফি

ডমিঙ্গোকে বাদ দিয়ে নতুন এক কোচকে দলে দেখতে চান: মাশরাফি

ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তখন বোর্ড কর্মকর্তাদের খুশিতে কথা বলতে দেখা যায়।

কিন্তু বিতর্কিত মিরপুরের উইকেট শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও সমালোচিত হয়েছিল। ঘরের মাঠে সিরিজ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুদ্রার উল্টো পিঠে দেখতে হয়েছে টাইগারদের।

সেমিফাইনালে স্বপ্ন নিয়ে খেলতে যাওয়া দলকে প্রথম ম্যাচেই ধাক্কা খেতে হয় স্কটল্যান্ড-এর বিপক্ষে। এরপর টেনেটুনে মূল পর্ব নিশ্চিত করলেও এবারের বিশ্বকাপে সবচেয়ে বাজে পারফরম্যান্স করেছে বাংলাদেশ।

বাংলাদেশ দলের ব্যর্থতার ভাগ কোচদের নিতে হবে বলে জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। এক সাক্ষাৎকারে মাশরাফি বিন মুর্তজা বলেন, “কোচকে দায়িত্ব নিতে হবে।

আমি মনে করি না বিশ্বকাপ নিয়ে তাঁর কোনো বিশেষ পরিকল্পনা ছিলো। আমার প্রশ্ন হলো, কেন নতুন কোচ সবসময় আমাদের দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন? কেন ক্রিকেট বোর্ড তাতে সম্মত হয়!”

কোচ ডমিঙ্গোর কাজের প্রতি অসন্তুষ্ট মাশরাফী, দলে দেখতে চান নতুন কোনো কোচ। তাঁর মতে, “আমি মনে করি কোচকে জবাবদিহি করা উচিত, এমনকি যখন তাকে তাঁর কাজ করার জন্য সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় তখনও।

যখন কোন জবাবদিহিতা থাকে না, তারপরও তাদের বেতন আগামী ছয় মাসের জন্য নিশ্চিত করা হয়, তখন কোচরা কোন কিছুরই পরোয়া করেন না। আমি মনে করি, আমাদের এখন নতুন কোচের কথা ভাবতে হবে”।

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *