Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় রাত পোহালেই ভোট সকল প্রস্তুতি সম্পন্ন

আগৈলঝাড়ায় রাত পোহালেই ভোট সকল প্রস্তুতি সম্পন্ন

বুধবার রাত পোহালেই ভোট। বরিশালের আগৈলঝাড়ায় দ্বিতীয় ধাপের ভোট গ্রহন বৃহস্পতিবার। আবাধ ও সুষ্ট ভোট গ্রহনের লক্ষে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ঠ প্রশাসন। রাস্তায় নেমেছে বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম জানান- নির্বাচনে ৫টি ইউনিয়নে দ্বায়িত্ব পালন করবেন ১০জন ম্যাজিষ্ট্রেট।

এছাড়াও আইন শৃংখলা রক্ষায় এক প্লাটুন বিজিবি, ৫শ জন পুলিশ, ৮৫০জন আনসার সদস্য ছাড়াও সাদা পোশাকে বিভিন্ন বাহিনীর সদস্যরা কাজ করছেন। বুধবার থেকেই আইন শৃংখলা বাহিনীর সদস্য ও ম্যাজিষ্ট্রেটগন মাঠে কাজ করছেন।

বুধবার দুপুরে নির্বাচন কমিশন থেকে সংশ্লিষ্ঠ কেন্দ্রের প্রিসাইডিং অফিসারগকে ব্যালট, ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা শুরু করেছে। এর আগে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের ব্রিফ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম,

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, জেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. রাকিব হোসেন, মেহেন্দীগঞ্জ (সার্কেল) অফিসার বাবুল আক্তার, থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার, মো.সহিদ উল্যাহ, আনসার ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আয়শা খাতুন।

থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, প্রতিটি কেন্দ্রে দ্বায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা দ্বায়িত্ব পালনের পাশাপাশি পুলিশের ১২টি ভ্রাম্যমান টিম, স্ট্রাইকিং মোবাইল টিম ৪টি, ডিবি’র ২টিম কাজ করবে। এছাড়াও র‌্যাব, সাদা পোশাকের বিভিন্ন বাহিনীর সদস্যরা সুষ্ঠ নির্বাচনের জন্য মাঠে কাজ করবেন।

প্রশাসনের তালিকা অনুযায়ি উপজেলায় ৫০টি কেন্দ্রের মধ্যে ৩১ ঝুকিপূর্ণ ও ১৯ কেন্দ্রর তালিকা থাকলেও বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ি ৫টি ইউনিয়নে ঝুকিপূর্ণ বিবেচনায় ২৪টি কেন্দ্র বিশেষ নজরদারিতে থাকবে।

কেন্দ্রগুলো হলো এর মধ্যে রাজিহার ইউনিয়নের রাজিহার, রাংতা, ভালুকশী, উত্তর বাহাদুরপুর ভোট কেন্দ্র। বাকাল ইউনিয়নে বিএইচপি একাডেমী, বাকালহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়, আমবাড়ি ও পয়সা স্কুল এ্যান্ড কলেজ ভোট কেন্দ্র।

বাগধা ইউনিয়নের খাজুরিয়া, আমবৌলা,জয়রামপট্টি ও আস্কর ভোট কেন্দ্র। গৈলা ইউনিয়নের সরকারী গৈলা মাধ্যমিক বিদ্যালয়, পতিহার, দাসেরহাট, উত্তর শিহিপাশা ও নগড়বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র।

রত্নপুর ইউনিয়নের বারপাইকা মুসলিম পাড়া, ঐচারমমাঠ, মোল্লাপাড়া, বেলুহার ও মোহনকাঠী স্কুল এ্যান্ড কলেজ ভোট কেন্দ্র।

About admin

Check Also

আগৈলঝাড়া সর্প দংশনে ইমামের মৃত্যু

বরিশালের আগৈলঝাড়া সর্প দংশনে ইমামের মৃত্যু হয়েছে। জানা গেছে, মরহুম হাফেজ মাওলানা আব্দুস সত্তার আনছারী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *