Breaking News
Home / সারাদেশ / নির্মাণের ৩বছর পার চালু না হওয়ায় ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে সেবা বঞ্চিত তৃনমুল

নির্মাণের ৩বছর পার চালু না হওয়ায় ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে সেবা বঞ্চিত তৃনমুল

সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে তৃণমুলের নারীদের প্রজনণ স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি নির্মাণের ৩ বছর পার হলেও কোন কার্যক্রম পরিচালনা না হওয়ায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী।

উপজেলা সদর থেকে রাজিহার ইউনিয়নের প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে সড়কের পাশে তৈরি করা হয়েছে অত্যাধুনিক এ হাসপাতালটি। নির্মানের পর থেকেই হাসপাতালের মূল গেট থাকে বন্ধ, শুধু একজন প্রহরী কর্মরত রয়েছেন।

জানা গেছে, ঠিকাদারী প্রতিষ্ঠান দুটি ভবন নির্মাণ, আসবাবপত্র ও প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি সরবরাহ করে সংশ্লিষ্ট কর্তৃপরে কাছে হস্তান্তর করলেও করেছেন জনবলের অভাবে সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে চিকিৎসা ব্যবস্থা না থাকায় রোগীরা চরম দুর্ভোগে রয়েছেন।

বাহাদুরপুর গ্রামের বাসিন্দা জগদীশ ভক্ত জানান, হাসপাতালটি নির্মানের পরে চালু না হওয়ায় এলাকার মানুষ কোন চিকিৎসা সেবা পাচ্ছে না। আমাদের জরুরী চিকিৎসা সেবা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। অনেক সময় পথের মধ্যেই রোগী মারা যায়। এই হাসপাতালের কার্যক্রম চালু থাকলে আমরা জরুরী চিকিৎসা সেবা পেতাম।

রাজিহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলিয়াস তালুকদার বলেন, জনবলের অভাবে হাসপাতালটি চালু করা সম্ভব হচ্ছে না। জনবল বাড়িয়ে হাসপাতালটি চালুর দাবি জানান তিনি।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মরত চিকিৎসক ডা. অসীম রঞ্জণ হালদার জানান, ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী বরাদ্দ না থাকায় কার্যক্রম শুরু হয়নি। তবে জনবল বরাদ্দর জন্য আবেদন করা হয়েছে। জনবল বরাদ্দ মাত্রই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির কার্যক্রম শুরু করা হবে

About admin

Check Also

স্বীকৃতির দাবিতে অনশনরত অন্তঃসত্তা তরুনীর ওপর হামলা

বরিশালের গৌরনদীতে গর্ভের সন্তানসহ স্ত্রীর মর্যাদার প্রেমিকের বাড়িতে অনশনরত অন্তঃস্বত্তা তরুনীকে পিটিয়ে রক্তাক্ত জখম করার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *