Breaking News
Home / খেলাধুলা / চমক দিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে দলে ডাক পেলেন তিন তারকা ক্রিকেটার

চমক দিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে দলে ডাক পেলেন তিন তারকা ক্রিকেটার

চমক দিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে দলে ডাক পেলেন তিন তারকা ক্রিকেটার

শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেনা সাকিব আল হাসান, তাকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছে বিসিবি

আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে এখন দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ মার্চ দুইটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকা সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। এরপর এই দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের। তবে একসাথেই ওয়ানডে এবং টেস্ট দল দক্ষিণ আফ্রিকা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সেই সাথে টেস্ট স্কোয়াডের বাইরে থাকা তিন-চারজন ক্রিকেটারকে নিয়ে যাওয়ার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মূলত জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সের চাওয়াতেই মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ নাইম শেখ ও রেজাউর রহমান রাজা যাবেন দক্ষিণ আফ্রিকা সিরিজের।

আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে আসন্ন তিনটি ম্যাচ শুরু হবে ১৮ মার্চ থেকে। সফর শেষ হবে ৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট দিয়ে। দিবারাত্রির প্রথম ওয়ানডে হবে সেঞ্চুরিয়ান।

একদিন বিরতির পর জোহানেসবার্গের ইম্পেরিয়ালের ওয়ান্ডারার্সে হবে দ্বিতীয় ম্যাচ। শেষ ওয়ানডে খেলতে আবার সেঞ্চুরিয়ানে যেতে হবে দুই দলকে।

ম্যাচটা হবে ২৩ মার্চ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্টটি হবে ডারবানে। ৩১ মার্চ ম্যাচটা শুরু হবে। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্ক গ্রাউন্ডে

দক্ষিণ আফ্রিকার টেস্ট অভিষেক হয়েছিল ইংল্যান্ডের সঙ্গে ১৮৮৯ সালে। ১৩৩ বছরের পুরোনো স্টেডিয়ামে এবারই প্রথম পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। ৮ এপ্রিল থেকে শুরু হবে সফরের শেষ ম্যাচ।

১৮ মার্চ : প্রথম ওয়ানডে বিকাল ৫:০০ টা
২০ মার্চ : দ্বিতীয় ওয়ানডে দুপুর ২:০০ টা
২৩ মার্চ : তৃতীয় ওয়ানডে বিকাল ৫:০০ টা
৩১ মার্চ : প্রথম টেস্ট দুপুর ২:০০ টা
৮ এপ্রিল : দ্বিতীয় টেস্ট দুপুর ২:০০ টা

About admin

Check Also

নতুন মুখ নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করলো বিসিবি

নতুন মুখ নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করলো বিসিবি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *