Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় কৃষকের ধান কাটতে সরকারী ভর্তুকীর রিপার মেশিন বিতরণ

আগৈলঝাড়ায় কৃষকের ধান কাটতে সরকারী ভর্তুকীর রিপার মেশিন বিতরণ

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় কৃষি বিভাগের উদ্যোগে কৃষকের মাঝে সরকারী ভর্তুকীর ধান কাটা রিপার মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে কৃষকদের মাঝে ধান কাটা মেশিন বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযো’দ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা খলিলুর রহমান ও এসিআই মোটর লিঃ এর এআরও ইফতেখারুল ইসলাম।

বিতরণকালে কর্মকর্তারা জানান, চলতি বোরো মৌসুমে কৃষকের বাম্পার ফলন হলেও ধানকাটা শ্রমিক সংকটের এই ‘ রিপার মেশিন বিশেষ ভুমিকা রাখবে। এসিআই কোম্পানীর ধান কাটা ‘রিপার’ মেশিনের মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। ৯০ হাজার টাকা সরকার ভর্তুকী দিয়ে কৃষককে অর্ধেক মূল্য হিসেবে ৯০ হাজার টাকা জমা দিয়ে এই ধান কাটা মেশিন সংগ্রহ করতে পারবেন। তবে দুই বছরের মধ্যে বিতরণ করা মেশিন বিক্রি করা যাবে না। দুই বছর পরে কৃষক মেশিনের মালিকানা হবেন।
উপজেলায় ধান কাটা রিপার মেশিন সংগ্রহকারী কৃষকেরা হলেন বারপাইকা গ্রামের বুদ্ধিশ্বর মন্ডলের ছেলে বিভূতি মন্ডল, একই গ্রামের মঙ্গল বাড়ৈর ছেলে মৃনাল কান্তি বাড়ৈ, বিভূতি মন্ডলের স্ত্রী শেফালী রানী বাড়ৈ, কদমবাড়ি গ্রামের নিবারণ অধিকারীর ছেলে জয়দেব অধিকারী ও বাটরা গ্রামের অনন্ত কুমার দত্তর ছেলে অঞ্জন দত্ত।

About admin

Check Also

স্বীকৃতির দাবিতে অনশনরত অন্তঃসত্তা তরুনীর ওপর হামলা

বরিশালের গৌরনদীতে গর্ভের সন্তানসহ স্ত্রীর মর্যাদার প্রেমিকের বাড়িতে অনশনরত অন্তঃস্বত্তা তরুনীকে পিটিয়ে রক্তাক্ত জখম করার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *