Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় ব্যবসায়ীর ১০লাখ টাকা ছিনতাই, দুই ছিনতাইকারী গ্রেফতার

আগৈলঝাড়ায় ব্যবসায়ীর ১০লাখ টাকা ছিনতাই, দুই ছিনতাইকারী গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় বুধবার রাতে এক মৎস্য ব্যবসায়ীর ১০লাখ টাকা ছিনতাই। দুই ছিনতাইকারীকে স্থানীয়রা আটক করে পুলিশে দিলেও টাকার ব্যাগ নিয়ে পালিয়ে গেছে অপর দুই ছিনতাইকারী।

এ ঘটনায় ওই ব্যবসায়ি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। পুলিশ আটক দুই ছিনতাইকারীকে ছিনতাই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেছে।

থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার এজাহারের বরাত দিয়ে জানান, উপজেলার বাকাল ইউনিয়নের উত্তর বগ মগড়া প্রামের মাছ ব্যবসায়ী কৃষ্ণ কান্ত ঘরামী বুধবার রাত সাড়ে আটটার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠান পয়সারহাট বন্দর থেকে মাহিন্দ্রযোগে ১০লক্ষ টাকা নিয়ে নিজ বাড়িতে আসার পথে বড়মগড়া বাজারের পশ্চিম পাশে বালুর মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছলে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে।

ছিনতাইকারীরা ব্যবসায়ী কৃষ্ণ কান্ত ঘরামীর গলায় রশি দিয়ে পেচিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। এসময় ব্যবসায়ি কৃষ্ণ কান্ত নিজেকে বাঁচাতে এক ছিনতাইকারীর হাতে কামড় দিলে ছিনতাইকারীরা তাকে পাশ^বর্তি বালুর মাঠে নিয়ে এলাপাথারী মারধর করে টাকা ভতি ব্যাগ নিয়ে পালিয়ে যাবার সময় স্থানীয়রা দুই ছিনতাইকারীকে আটক করে।

আটককৃত ছিনতাইকারীরা হলো গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানা বান্ধাবাড়ি গ্রামের মোবারক সিকদারের ছেলে ইসরাফিল শিকদার (৩২) ও রাজশাহী জেলার তানোর উপজেলার ধানোরা গ্রামের রবিউজ্জামানের ছেলে মনজুর রহমান(৩৬)। এসময় অপর দুই ঠিনতাইকারী ১০ লাখ টাকার ব্যাগসহ পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার ব্যবসায়ী কৃষ্ণ কান্ত ঘরামী বাদী হয়ে আটক দুইজনসহ মোট চার জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন, নং-৭(২১.৪.২২)। পুলিশ আটক দুই ছিনতাইকারীকে মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেছে।

About admin

Check Also

বরিশালে নারী শ্রমিককে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ২

সদর উপজেলার রায়াপাশা-কড়াপুর ইউনিয়নের এক নারী শ্রমিককে (২২) বাসার সামনে থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *