Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রীর গৃহ উদ্বোধন পূর্ব প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রীর গৃহ উদ্বোধন পূর্ব প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়ায় সরকার কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের নবনির্মিত ২২টি পাকা বাড়ি প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন পূর্ব সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নবাগত নির্বাহী অফিসার ও উপজেলা গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মো. শাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে ‘মিট দ্যা প্রেস” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার, গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবান কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটুসহ প্রমুখ।

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত “ভূমিহীন ও গৃহহীন” প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে সারা দেশে ৩২৯০৭টি পাকা বাড়ি একযোগে আগামী ২৬ এপ্রিল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

ওই প্রকল্পের আওতায় ২লাখ ৫৯হজার ৫শ টাকা ব্যয় বরাদ্দে প্রতিটি টিন শেড সেমি পাকা বাড়ি নির্মাণ কাজ ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।

আগামী ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী অন্যান্য স্থানের মতো আগৈলঝাড়া উপজেলায় মোট ২২টি ঘর উদ্বোধন করবেন। ওই দিন সুফলভোগীদের হাতে জায়গার দলিল ও ঘরের মালিকানা কাগজপত্র, সনদপত্র এবং ঘরের চাবি হস্তান্তর করা হবে।

এই প্রকল্পের আওতাধীন সুফলভোগী নাগরিকরা বিশুদ্ধ পানি, বিদ্যুৎ সুবিধা, যোগাযোগসহ সকল নাগরিক সুবিধা পাবেন।

অনুষ্ঠানের আগে নবাগত নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার।

About admin

Check Also

বরিশালে নারী শ্রমিককে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ২

সদর উপজেলার রায়াপাশা-কড়াপুর ইউনিয়নের এক নারী শ্রমিককে (২২) বাসার সামনে থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *