Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় ঈদের বিশেষ ভিজিএফ চাল পাচ্ছেন ১৩হাজার ২শ ৭টি পরিবার

আগৈলঝাড়ায় ঈদের বিশেষ ভিজিএফ চাল পাচ্ছেন ১৩হাজার ২শ ৭টি পরিবার

বরিশালের আগৈলঝাড়ায় দুঃস্থদের ঈদের বিশেষ ভিজিএফ চাল বিতরণ কর্মসূচী গৈলা ইউনিয়নে বুধবার সকালে উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মেশারফ হোসেন জানান, জন্য ২০২১-২০২২ অর্থ বছরে পবিত্র ঈদ-ইল-ফিতরে সরকারের সাহায্য হিসেবে অতি দরিদ্র ও দুঃস্থদের ঈদ সহায়তার জন্য উপজেলার ৫টি ইউনিয়নে ১৩হাজার ২শ ৭টি দু:স্থ পরিবারের জন্য ১০কেজি হারে ১৩২.০৭০ মেট্টিক টন বিশেষ ভিজিএফ চাল বরাদ্দ করেছে ত্রাণ ও পুণর্বাসন মন্ত্রণালয়।

জনসংখ্যা অনুপাতে উপজেলার রাজিহার ইউনিয়নে ২৯১৩ পরিবার, বাকাল ইউনিয়নে ২৫৩১ পরিবার, বাগধা ইউনিয়নে ২৬৮৪ পরিবার, গৈলা ইউনিয়নে ২৬৫৪ পরিবার ও রত্নপুর ইউনিয়নে ২৪২৫ পরিবারসহ মোট ১৩হাজার ২শ ৭টি পরিবার এই চাল সহায়তা পাবেন।

বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. শাখাওয়াত হোসেন ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন গৈলা মডেল ইউনিয়নে ১০কেজি করে চাল বিতরন কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, উপজেলা সহকারী প্রোগ্রামার ও দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. আমিনুল ইসলামসহ ইউপি সদস্যগন। একই দিন সকালে রত্নপুর ইউনিয়নেও চাল বিতরণ শুরু করা হয়েছে।

About admin

Check Also

বরিশালে নারী শ্রমিককে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ২

সদর উপজেলার রায়াপাশা-কড়াপুর ইউনিয়নের এক নারী শ্রমিককে (২২) বাসার সামনে থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *