Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় চুরি করে পালানোর সময় তিন মন মাছ ও জালসহ দুই চোর আটক

আগৈলঝাড়ায় চুরি করে পালানোর সময় তিন মন মাছ ও জালসহ দুই চোর আটক

বরিশালের আগৈলঝাড়ায় মঙ্গঠবার সকালে মাছের ঘের থেকে ৩মন মাছ চুরি করে হাতেনাতে ধরা পরেছে দুই জেলে শ্রমিক। স্থানীয়রা পাঁচ চোরকে আটক করলেও কৌশলে তিনজন পালিয়ে গেলে বাকি দুই জনকে চোরাই মাছ, জালসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে আটক মাদারীপুর জেলার সদর থানার চাপাতলী গ্রামের বাক প্রতিবন্ধি এনামুল (২৭) ও একই গ্রামের শ্রবণ প্রতিবন্ধি ইউনুস (২৫) দুই মাছ চোর থানা হেফাজতে আটক রয়েছে।

বাকাল ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মামুন পাইক জানান, মঙ্গলবার সকাল দশটার দিকে যবসেন গ্রামের মোস্তাফিজুর রহমান চয়ন এর মাছের ঘেরে জাল টেনে মলা মাছ ধরে পাঁচ জেলে শ্রমিক।

তারা মলা মাছ ধরার সময়ে তাদের জালের মধ্যে বিশেষ কৌশল অবলম্বন করে ওই ঘের থেকে বিভিন্ন প্রজাতির অন্তত ৩মন মাছ চুরি করে ভ্যানে নিয়ে যাচ্ছিল। তাদের জাল ভারি দেখে বাড়ির লোকজনের সন্দেহ হলে বাইপাস এলাকায় তাদের ভ্যাট আটক করে মাছ চুরির ঘটনা সামনে আসে।

স্থানীয়রা পাঁচ জনকে আটক করে মারধর করার ফাঁকে তিন জন পালিয়ে যেতে সক্ষম হলেও দুই জনকে মাছ ও জালসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় ঘের মালিক আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান মেম্বর মামুন পাইক।

About admin

Check Also

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলায় প্রথম স্থানের সাফল্য ধরে রেখেছে প্রীতম পাল

চিকিৎসা বিজ্ঞানে সাফল্য অর্জণে রোবটিক আর্ম বা মানব দেহে সংযোজনের জন্য কৃত্তিম হাত তৈরী করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *