Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান ২টি ডায়াগনিষ্টিক সেন্টারক ৫০ হাজার টাকা জরিমানা

আগৈলঝাড়ায় স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান ২টি ডায়াগনিষ্টিক সেন্টারক ৫০ হাজার টাকা জরিমানা

লাইসেন্সবিহীন অবৈধভাবে ব্যবসা পরিচালনা করার অপরাধে বরিশালের আগৈলঝাড়ায় স্বাস্থ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে দুইটি ডায়াগনিষ্টিক সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে অবৈধ কিনিক ও ডায়াগনিস্টিক সেন্টার বন্ধের নির্দেশের পর উপজেলার লাইসেন্সবিহীন ও মেয়াদ উত্তীর্ণ ডায়গনষ্টিক সেন্টার এবং কিনিকগুলোকে চিহ্নিত করা হচ্ছে।

এজন্য তাঁর কার্যালয় থেকে একটি তালিকা প্রনয়ন করা হয়েছে। ওই তালিকায় ১২টি প্রতিষ্ঠানের নাম রয়েছে।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে

সন্যামত ডায়াগনিস্টিক সেন্টারের মালিক নাজমুল ইসলামকে ২০ হাজার টাকা ও পয়সারহাট জনসেবা ডায়াগনিস্টিক সেন্টারের মালিক মশিউর রহমান সোহল মিয়াকে ৩০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডা. বখতিযার আল মামুন।

About admin

Check Also

আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ১

বরিশালের আগৈলঝাড়ায় ফ্রেস কোম্পানীর কোমল পানীয় পরিবহনকারী পিক আপ এর ধাক্কায় একজন নিহত হয়েছে, আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *