Breaking News
Home / খেলাধুলা / দলের প্রয়োজনে এশিয়া কাপের স্কোয়াডে আরও এক ক্রিকেটার

দলের প্রয়োজনে এশিয়া কাপের স্কোয়াডে আরও এক ক্রিকেটার

দলের প্রয়োজনে এশিয়া কাপের স্কোয়াডে আরও এক ক্রিকেটার

বিগত কয়েকদিন ধরেই গুঞ্জন উঠেছিল আবারও বাংলাদেশ দলে সুযোগ পাচ্ছেন সৌম্য সরকার এবং সাব্বির রহমান।

শেষ পর্যন্ত গতকাল ঘোষিত এশিয়া কাপের দলের সুযোগ পেয়েছেন সাব্বির রহমান। তবে সুযোগ হয়নি সৌম্য সরকারের।

যদিও অনেকে ধারণা করছিল দলে সুযোগ হবে সৌম্য সরকার এবং বাদ পড়বেন সাব্বির রহমান কিন্তু দল ঘোষণার সময় দেখা গেল উল্টোটা।

তবে এখনো এশিয়া কাপে খেলার সম্ভাবনা রয়েছে সৌম্য সরকারের। এশিয়া কাপে বাংলাদেশ দলে রয়েছেন মাত্র দুইজন ওপেনার ব্যাটসম্যান।

ইনজুরির কারণে বাদ পড়েছেন লিটন দাস এছাড়াও অফ ফর্ম এর কারণে বাদ পড়েছেন মুনিম শাহরিয়ার এবং নাজমুল হোসেন শান্ত।

ওপেনার হিসেবে এশিয়া কাপের দলে রয়েছেন পারভেজ হোসেন ইমন এবং এনামুল হক বিজয়। তবে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে আরো চারজনকে রেখেছে বিসিবি। তাদের নাম ঘোষণা করা না হলেও জানা গেছে সেই চারজনের মধ্যে একজন সৌম্য সরকার।

তৃতীয় ওপেনার হিসেবে কেন সৌম্য সরকারকে বিবেচনায় আনা হলো না? এমন এক প্রশ্নের জবাবে মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, “সৌম্য বাদ নয়। আমাদের এইচপি আছে। এ দলও আছে।

সেখানে আছে। আর ১৭ জনের বাইরে আরও ৪ জন স্ট্যান্ডবাইও থাকবে। সৌম্য চোখের আড়ালে চলে যায়নি। হলে তো ‘এ’ দলের হয়ে উইন্ডিজে পাঠাতাম না। ভবিষ্যতে আমাদের চিন্তায় আছে।

দলে ফিরতে পারেন নাইম শেখ। তবে অনেকেই রুবেলকে জাতীয় দলে চাচ্ছে কিন্তু সম্ভাবনা নাই বললেই চলে।

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *