Breaking News
Home / খেলাধুলা / তিন ফরমেটে গড়া আশরাফুলের যে রেকর্ড আজও ভাংতে পারেনি কেউ

তিন ফরমেটে গড়া আশরাফুলের যে রেকর্ড আজও ভাংতে পারেনি কেউ

তিন ফরমেটে গড়া আশরাফুলের যে রেকর্ড আজও ভাংতে পারেনি কেউ

মোহাম্মাদ আশরাফুল বাংলাদেশের ক্রিকেটের একটা জীবন্ত কিংবদন্তীর নাম। বিশ্ব ক্রিকেটে তখনো বাংলাদেশ একটা আন্ডারডগ ক্রিকেট দল।

সেই বাংলাদেশ দলকে বড় বড় দেশের বিপক্ষে জয়ের স্বপ্ন বাস্তবে রুপ দিয়েছিলেন যিনি, আশরাফুল তার নাম। বাংলাদেশ দল তখন পরিচিতি পায় ‘জায়ান্ট কিলার’।

ভিন্ন ভিন্ন ৯টা দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ের দিনে মোহাম্মদ আশরাফুলের ফিফটি আছে। ৫টি ম্যাচে হয়েছেন ম্যাচসেরাও। ২২ গজে নান্দনিক সব শটে সাজানো তার অনেক ইনিংস বাংলাদেশকে নিয়ে গিয়েছেন সুউচ্চে।

২০০১ সালে টেস্ট অভিষেকে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসাবে অভিষেকে টেস্ট শতক হাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়েন আশরাফুল। এছাড়াও দেশের ক্রিকেটের হয়ে আরো কিছু ক্রিকেটার আছে যে রেকর্ড গুলো এখনো কেউ ভাঙ্গতে পারেনি।

টেস্ট দ্রুততম অর্ধশত রান
২০০৭ সালে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। ২য় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১১৮ রানে গুটিয়ে যাওয়ায় ফলোয়ানে পড়েছে। ২য় ইনিংসেও একই দশা। মাত্র ৩.৫ ওভারে ১০ রান তুলতেই বাংলাদেশের স্কোরবোর্ডে নাই ৩ উইকেট। তখন নামলেন মোহাম্মদ আদরাফুল।

প্রথম ইনিংসে মোটেও সুবিধা করতে না পারা আশরাফুল ২য় ইনিংসে কঠিন মুহির্তে নেমে আরপি সিং, জহির খান, অনিল কুম্বলে দের পিষতে লাগলেন মারকাটারি ইংসের মাধ্যমে।

আরপি সিং এর করা ওভারের শেষ বলে ও নিজের খেলা প্রথম বলে সিঙ্গেল নিয়ে পরের ওভারে জহির খানকে ৩টা বাউন্ডারি মারেন। জহির খানের পরের ওভারে ৫ রান নিলেও পরের ওভারে আরপি সিং কে নেন ১৫ রান।

একের পর এক চার-ছক্কায় ফুলঝুরিতে মাত্র ২৬ বলে ২৭ মিনিটে ফিফটি তুলে নেন আশরাফুল যেটা তখনকার সময়ে বলের বিবেচনায় ৩য় ও মিনিটের দিক দিয়ে টেস্ট ইতিহাসে দ্রুততম ফিফটি।

দলীয় ৯১ রানের মাথায় ১৩ তম ওভারের শেষ বলে ব্যক্তিগত ৬৭ রান (৪৬ বলে) আউট হন আশরাফুল। আশরাফুলের সেই ২৭ মিনিটে গড়া ফিফটির রেকর্ড ২০১৪ সালে ভাঙ্গেন মিসবাহ উল হল মাত্র ২৪ মিনিটে ফিফটি করে।

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ফিফটি

২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শতরান করার পর ইংল্যান্ডের বিপক্ষে ৯৪ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেন আশরাফুল। সেই ম্যাচে তিনি মাত্র ২১ বলে অর্ধশত রানের রেকর্ড গড়েন তিনি। তখনকার সময়ে সেটা ছিল দ্রুততম ফিফটির রেকর্ড বাংলাদেশের হয়ে।

তবে ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২১ বলে ফিফটি করেন আব্দুর রাজ্জাক। গত বছর (২০১৯) মোসাদ্দেক হোসেন ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩ বলে ফিফটি করেন।

টি-টুয়েন্টিতে দ্রুততম ফিফটি

আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে তখনো ২০ বল বা তারও কম বলে ফিফটির দেখা পায়নি কেউই। ২০০৭ সালের টি টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২০ বলে ফিফটি রান করার বিশ্বরেকর্ড গড়েন মোহাম্মদ আশরাফুল।

যদিও সেটা টিকেনি বেশিদিন। ঠিক তার ৬ দিন পরে জুবরাজ সিং ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করে আশরাফুলের রেকর্ড ভেঙ্গে দেন। দুদিন বাদে আবারো আশরাফুল কে ছুঁয়ে ফেলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারবানে ২০ বলে ফিফটি করে।

দেশের ক্রিকেটের হয়ে তিনটা সংস্করণেই দ্রুততম ফিফটি করা ব্যাটসম্যানের নাম মোহাম্মদ আশরাফুল। কেবলমাত্র ওয়ানডেতে তাকে স্পর্শ করেন আব্দুর রাজ্জাক, তা বাদে বাকি দুটো সংস্করণে আশরাফুলকে ছুঁতে আরেনি বাংলাদেশের হয়ে আর কেউই

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *