Breaking News
Home / খেলাধুলা / ভারতের বিপক্ষে ভালো খেলায় আইসিসি থেকে সুখবর পেলো অলরাউন্ডার মিরাজ

ভারতের বিপক্ষে ভালো খেলায় আইসিসি থেকে সুখবর পেলো অলরাউন্ডার মিরাজ

ভারতের বিপক্ষে ভালো খেলায় আইসিসি থেকে সুখবর পেলো অলরাউন্ডার মিরাজ

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। সিরিজসেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি স্বীকৃতি মিলেছে আইসিসি থেকেও।

আইসিসির ব্যাটিং ও অলরাউন্ডার র‍্যাংকিংয়ে দিয়েছেন বড় লাফ। তবে পিছিয়েছেন বোলিং র‍্যাংকিংয়ে।
প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমানকে নিয়ে একাই ম্যাচ জিতিয়েছিলেন মিরাজ।

তার অপরাজেয় ৩৮ রানের ইনিংস ছিল অমূল্য। দ্বিতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখেন। আট নং পজিশনে ব্যাট করতে নেমে শতক হাঁকিয়ে আবারো উদ্ধার করেন দলকে।

নিজের প্রথম ওয়ানডে শতক হাঁকানোর দিনে দলকে জেতান সিরিজ। ঠিক ১০০ রানে থাকেন অপরাজেয়।
ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে ব্যাটিং র‍্যাংকিংয়ে মিরাজের অবস্থান ছিল ১৩২তম।

সিরিজ-জয়ী ব্যাটিং করে এগিয়েছিলেন ৫০ ধাপ। ক্যারিয়ার সেরা ৪৬২ রেটিং নিয়ে উঠেছিলেন ৮২তম স্থানে। তবে সিরিজের শেষ ম্যাচে ব্যর্থ হয়ে এখন অবস্থান করছেন ৮৯তম স্থানে।

এই সিরিজ শুরুর আগে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে মিরাজ ছিলেন ষষ্ঠ স্থানে। আর এখন তার অবস্থান তৃতীয় স্থানে। অলরাউন্ডার র‍্যাংকিংয়েও এটিই তার সেরা অবস্থান।

মিরাজের রেটিং ২৮৪। তার ওপরে আছেন কেবল সাকিব আল হাসান ও মোহাম্মদ নবী। সাকিবের রেটিং ৩৮৯ ও নবীর ৩১০।

তবে বল হাতে পিছিয়েছেন মিরাজ। সিরিজ শুরুর আগে বোলিং র‍্যাংকিংয়ে তিনি ছিলেন অষ্টম স্থানে। এখন অবস্থান করছেন ১৩তম স্থানে। সাকিব আল হাসানও পিছিয়েছেন বোলিং র‍্যাংকিংয়ে।

প্রথম ম্যাচে পাঁচ উইকেট শিকার করে সপ্তম স্থানে ওঠা সাকিব আবার নেমে গেছেন অষ্টম স্থানে। মুস্তাফিজুর রহমান আছেন নবম স্থানে। তিন ধাপ পিছিয়ে তাসকিনের অবস্থান ৫০তম।

ব্যাটিং র‍্যাংকিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে আছেন তামিম ইকবাল, ১৬তম। তিন ধাপ পিছিয়ে মুশফিকুর রহিমের অবস্থান ২৩তম।

লিটন দাস ৩০তম, সাকিব আল হাসান ৩৪তম ও মাহমুদউল্লাহ রিয়াদ ৩৫তম স্থানে আছেন।
বিরাট কোহলি তিন ধাপ এগিয়ে উঠেছেন অষ্টম স্থানে।

তবে পিছিয়েছেন রোহিত শর্মা, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল। রোহিত নবম, শ্রেয়াস ১৫তম, শিখর ২২তম ও রাহুল ৩৯তম স্থানে আছেন।

তবে ১১৭ ধাপ এগিয়ে বিশাল লাফ দিয়েছেন ঈশান কিষাণ। দ্বিশতক হাঁকিয়ে এখন তিনি অবস্থান ৩৭তম স্থানে।

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *