Breaking News
Home / খেলাধুলা / সবার ব্যর্থতার দিনে ব্যাট হাতে আবারও নিজের জাত চেনালেন ইমরুল

সবার ব্যর্থতার দিনে ব্যাট হাতে আবারও নিজের জাত চেনালেন ইমরুল

সবার ব্যর্থতার দিনে ব্যাট হাতে আবারও নিজের জাত চেনালেন ইমরুল

শেষ বলে জয়ের জন্য দরকার ৩ রান, ব্যাটার হাঁকালেন ছক্কা। টি-টোয়েন্টি ম্যাচের রোমাঞ্চকর শেষ দেখল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

রিপন মন্ডলের বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতালেন জিয়াউর রহমান, ভিত্তিটা গড়ে দিয়েছিলেন অবশ্য ইমরুল কায়েস।

বিজয় দিবস উপলক্ষ্যে শহীদ জুয়েল একাদশ ও শহীদ মুশতাক একাদশ নামে দুই দল আজ মাঠে নামে মিরপুরে। টসে হেরে আগে ব্যাট করে সৌম্য সরকারের নেতৃত্বাধীন শহীদ মুশতাক একাদশ।

কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি, মৃত্যুঞ্জয় চৌধুরীর বোলিং তোপে ১৯.৪ ওভারে ১২৩ রানেই অলআউট হয় সৌম্য সরকারের দল।

সমান ৩ টি করে উইকেট নেন রাব্বি, সানি ও মৃত্যুঞ্জয়। বাকি ১ উইকেট নেন নাসির হোসেন। মুশতাক একাদশের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান আকবর আলির ব্যাটে।

এছাড়া ২০ এর গন্ডি পার করতে পারেন কেবল সৌম্য (২২)। ১২৪ রানের লক্ষ্যে নেমে দলকে ১ রানে রেখেই সাজঘরে ফেরেন নাইম শেখ (০) ও মুনিম শাহরিয়ার (১)।

দলের রান ৫০ ছোয়ার আগে ফেরেন মোহাম্মদ মিঠুন (৫) ) নাসির হোসেনও (৯)। সতীর্থদের যাওয়া আসার মিছিলে ব্যাট হাতে জ্বলে ওঠেন ইমরুল কায়েস।

সৌম্য সরকারের বলে বোল্ড হবার আগে ৪৮ বলে ৯ চারে ৫৮ রান করেন তিনি। শেষদিকে ২১ বলে ৩ চার ও ২ ছয়ে অপরাজিত ৩৬ রান করে ম্যাচ জেতান জিয়াউর রহমান।

মুশতাক একাদশের পক্ষে ১ টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন, আশিকুর জামান, রিপন মন্ডল, সৌম্য সরকার, সানজামুল ইসলাম ও নাইম হাসান।

ম্যাচসেরা হন ইমরুল কায়েস

সংক্ষিপ্ত স্কোরঃ
শহীদ মুশতাক একাদশ ১২৩/১০ (১৯.৪), সৈকত ১৪, তামিম ১৩, দিপু ২, সৌম্য ২২, আকবর ৩৫, সাইফ ১৩, জাকের ১, রাব্বি ০, বিপ্লব ৩, নাইম ৪*, আশিকুর ৮; কামরুল ৪-০-২২-৩, সানি ৪-০-২০-৩, নাসির ৪-০-২৪-১, মৃত্যুঞ্জয় ৩.৪-১-২২-৩

শহীদ জুয়েল একাদশ ১২৭/৬ (২০), মুনিম ১, নাইম ০, ইমরুল ৫৮, মিঠুন ৫, নাসির ৯, নাইম ৪, জিয়া ৩৬*, রিশাদ ৭*; সাইফ ৪-০-২৮-১,

আশিকুর ৩-০-১৬-১, রিপন ৪-০-৩০-১, সৌম্য ৩-০-১৫-১, সানজামুল ৩-০-২১-১, নাইম ২-০-১০-১
ফলাফলঃ শহীদ জুয়েল একাদশ ৪ উইকেটে জয়ী

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *