Breaking News
Home / সারাদেশ / প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে আগৈলঝাড়ায় মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ’র মতবিনিময়

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে আগৈলঝাড়ায় মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ’র মতবিনিময়

প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভায় নেতা-কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন জাতির পিতার ভাগ্নে, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এপি।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় আগামী ২৫ ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার জনভা সফল করার লক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় মন্ত্রীর একান্ত সচিব মো. খায়রুল বশার, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দরি রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, ওসি গোলাম ছরোয়ারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী একই উদ্যেশ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গমন করেন।
এরপরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রস্ততি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

আগামী ২৫ ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চার বছর পরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১টায় এক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে উপজেলা আওয়ামী লীগ ইতোমধ্যেই বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীদের নিয়ে পৃথক প্রস্তুতিসভা করেছেন।
সভায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সকাল ৮টায় দলীয় কার্যালয় থেকে নেতা-কর্মীরা পরিবহন যোগে সমাবেশস্থলে রওয়ানা হবার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

স্বেচচ্ছাসেবক লীগের সাংগঠিনক সম্পাদক রাজু সেরনিয়াবাত এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচচ্ছাসেবক লীগের সাধালন সম্পাদক গোলাম নবি সেরনিয়াবাত।
প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

About admin

Check Also

সার্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন

বরিশালের গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নের ভূমি অফিসে বৃহস্পতিবার সকালে সার্বজনীন পেনশন স্কিমের হেল্প ডেস্ক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *