Breaking News
Home / সারাদেশ / লুকিয়ে থেকেও জঙ্গিরা রেহাই পাবেনা: স্বরাষ্ট্র মন্ত্রী

লুকিয়ে থেকেও জঙ্গিরা রেহাই পাবেনা: স্বরাষ্ট্র মন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, নির্বাচন কমিশন যখন নির্বাচন ঘোষনা করবেন, তখন পুলিশ তাদের অধীনে থাকবেন। শুধু পুলিশ নয়; নিরাপত্তা বাহিনী যেগুলো নির্বাচনের জন্য প্রয়োজন সেগুলো সবই নির্বাচন কমিশন নিয়ন্ত্রন করবেন। আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন যেভাবে চায় তারা সেভাবেই জনগনকে সার্ভিস দিবে।

বৃহম্পতিবার বেলা সাড়ে ১২ টায় জেলার মুলাদী থানার নবনির্মিত ভবন উদ্বোধণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র মন্ত্রী এসব কথা বলেছেন।

জঙ্গি তৎপরতার দণিাঞ্চলের কয়েকজনের সম্পৃক্ত থাকার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, শুধু দণিাঞ্চল নয়, সিলেটেও কয়েকজনের নাম এসেছে। আমাদের গোয়েন্দা সংস্থা ও পুলিশ তৎপর রয়েছে।

শুধু দণিাঞ্চলে নয়, সারা বাংলাদেশে তারা যেখানেই থাকুক না কেন আমাদের পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা অত্যন্ত দতার সাথে কার্যকর ভূমিকা নিচ্ছে। সুতরাং জঙ্গিরা লুকিয়ে থেকেও রেহাই পাবেনা।

তারা আইনের আওতায় আসবেই। তাদের কোন ছাড় দেওয়া হবেনা। নতুন নির্মিত থানা ভবনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, মুলাদী থানার মতো একই ডিজাইনে দেশে ১০১টি থানা নির্মান করা হচ্ছে।

এসব থানায় সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি হেল্প ডেস্ক থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশে যে আধুনিক পুলিশ বিনির্মাণ হচ্ছে তার সকল সুযোগ সুবিধা এই থানায় থাকবে। এখানে নারী-শিশুসহ সকল মানুষের আইনী সেবা নিশ্চিত করা হবে।

নবনির্র্মিত ভবনের ফলক উন্মোচনের পর ভবনের সামনের মাঠে মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেন, পুলিশ বাহিনী এখন অনেক এগিয়ে গেছে।

পুলিশ এখন জনগণের সাথে থাকে। পুলিশ এখন জনগনের বন্ধু হিসেবে আস্তার যায়গায় পরিনত হয়েছে। পুলিশকে আমরা আরো আধুনিক ও সু-সজ্জিত করছি।
জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম,

বরিশাল-৩ আসনের সাংসদ গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-৪ আসনের সাংসদ পঙ্কজ নাথ, বরিশাল-৬ আসনের সাংসদ নাসরিন জাহান রতœা, সংরতি-২৮ আসনের সাংসদ সৈয়দা রুবিনা আক্তার মীরা, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ,

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রফেসর ছাদেকুল আরেফিন, বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বিপিএম বার। সমাবেশে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শেষে স্বরাষ্ট্র মন্ত্রী থানা প্রাঙ্গনে বৃরোপন করেন।

বরিশালের জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম বলেন, ৬ কোটি ৪৮ লাখ ৮৩ হাজার টাকার প্রকল্পমূল্যে গণপূর্ত বিভাগ ২০১৭ সালে ছয়তলা ভীতের চারতলা মুলাদী থানার কাজ শুরু করে। যেখানে নারী ও পুরুষ ব্যারাক, ডাইনিং রুম, রান্নাঘর, মালখানা, অফিস রুম, ম্যাগজিন রুম, হাজতখান, ওয়েটিং রুমসহ বিভিন্ন সুবিধা রয়েছে।

About admin

Check Also

সার্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন

বরিশালের গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নের ভূমি অফিসে বৃহস্পতিবার সকালে সার্বজনীন পেনশন স্কিমের হেল্প ডেস্ক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *