Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব পালন

আগৈলঝাড়ায় সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব পালন

হাজারো শিশু আর নারী পুরুষের অংশ গ্রহনে বিভিন্ন বাদ্য বাজনা নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে সনাতন ধর্ম অনুসারিদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের ইসকন জগন্নাথ মন্দির থেকে রামানন্দেরআঁক গ্রামের ইসকন মন্দির পর্যন্ত ৪ কি.মি পথে রথ টেনে নিয়ে যান হাজার হাজার ভক্ত।

অন্যদিকে উপজেলা সদরে শ্রী শ্রী জগন্নাথ দেকের মন্দির থেকে শিশুসহ হাজার হাজার সনাতন ধর্মালম্বী নারী, পুরুষ জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার প্রতিকৃতিসহ পুণ্যের আশায় রথ এর ড়ি টেনে সোমাইরপাড় মন্দিরে গিয়ে শেষ হয়।

“রথ দেখা ও কলা বেচা” প্রবাদ বচন অনুযায়ি ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠের রথযাত্রায় অস্থায়ী মেলায় আগত লোকজন কেনাকাটা করে। এছাড়াও উপজেলার রথবাড়ি ও গৈলার রথখোলা নামক স্থানে রথযাত্রা উৎসব পালনের খবর পাওয়া গেছে।

About admin

Check Also

নির্বাচন এলে ধর্মের দোহাই দিয়ে ধুমকেতুর মতো যাদের আগমন ঘটে তাদের সর্বত্র বর্জন করুন

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে জনতার মনোনীত চেয়ারম্যান প্রার্থী অসাম্প্রদায়িক নেতা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *