Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় দোকান নির্মানের ঘটনাস্থল পরিদর্শন

আগৈলঝাড়ায় দোকান নির্মানের ঘটনাস্থল পরিদর্শন

সংবাদ প্রকাশের পর আগৈলঝাড়ায় রাস্তার পাশে দোকান নির্মানের ঘটনাস্থল পরিদর্শন করেছেন চেয়ারম্যান ও তহশিলদার।

রবিবার ও শনিবার বিকেলে রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার ও রাজিহার ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনাস্থল পরিদর্শণের সময় দোকান ঘরের মালিক মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মোল্লার ছেলে বিপ্লব মোল্লা দোকান নির্মানের জায়গা তার মালিকানার কাগজপত্র প্রদর্শন করেন। কাগজপত্র পর্যালোচনায় করে তহশিলদার জাহাঙ্গীর হোসেন বলেন, ঘর তোলার উল্লেখিত জায়গার বিপ্লব মোল্লার বাবা পৈত্রিক রেকর্ডিও মালিক।

বড় বাশাইল মৌজার ৫৪নং খতিয়ানে ১৮২৯ দাগে (পুকুর) মোট ১একর ৪ শকত জায়গার মধ্যে ২৩শতক জায়গা বিপ্লব পৈত্রিক সূত্রে মালিক। স্থানীয় কতিপয় লোক বিভিন্ন জনের কাছে খাল দখলের মিথ্যা তথ্য প্রদান করেছে বলে অভিযোগ করেন বিপ্লব মোল্লা।

বিপ্লব আরও জানান, দোকান নির্মানের জায়গায় তাদের বিভিন্ন প্রজাতির লাগানো গাছ ছিল ওই গাছ কেটে তিনি দোকান নির্মান করছেন। দোকান নির্মানের জায়গা সরকারী নয়।

About admin

Check Also

স্বীকৃতির দাবিতে অনশনরত অন্তঃসত্তা তরুনীর ওপর হামলা

বরিশালের গৌরনদীতে গর্ভের সন্তানসহ স্ত্রীর মর্যাদার প্রেমিকের বাড়িতে অনশনরত অন্তঃস্বত্তা তরুনীকে পিটিয়ে রক্তাক্ত জখম করার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *