Breaking News
Home / অন্যান্য / নির্বাচনের বিজয় উদযাপন স্ত্রীর কাঁধে চড়ে !

নির্বাচনের বিজয় উদযাপন স্ত্রীর কাঁধে চড়ে !

নির্বাচনের বিজয় উদযাপন স্ত্রীর কাঁধে চড়ে !

স্ত্রীর কাঁধে চড়ে নির্বাচনের বিজয় উদযাপন!
গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে জয়ী হয়েছেন স্বামী। সেই আনন্দে তাকে কাঁধে চাপিয়ে পুরো গ্রাম ঘোরালেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের পুনে জেলার খেদ এলাকার পালু গ্রামে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রতি হওয়া মহারাষ্ট্রের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জাকমাট্টা দেবী গ্রামবিকাশ জোটের হয়ে ভোটে দাঁড়ান পালু গ্রামের সন্তোষ গৌরব।

ফলাফল প্রকাশের পর দেখা যায়, পয়েন্ট বিকাশ সোসাইটির চেয়ারম্যাস রামদাস সাওয়ান্ত ও পালু গ্রামের সাবেক প্রধান বাবান সাওয়ান্তের নেতৃত্বাধীন ওই জোটের প্রতিপক্ষ জাকমাট্টা দেবী পরিবর্তন জোটকে ৭ আসনের মধ্যে ৬টিতেই হারিয়েছে।

তার মধ্যে ২২১টি ভোট পেয়ে নিজের প্রতিপক্ষকে ৪৪ ভোটে হারান সন্তোষ। এই খবর পাওয়ার পরেই আনন্দে মেতে ওঠেন সন্তোষের স্ত্রী রেণুকা সন্তোষ গৌরব। তারপর স্বামীকে নিজের কাঁধে বসিয়ে পুরো গ্রামে ঘোরান।

বিজয় মিছিলে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দাদের কথায়, করোনা মহামারির সংক্রমণের কারণে বিজয় মিছিল বের করার উপর বিভিন্ন শর্ত চাপিয়ে ছিল পুনে জেলা প্রশাসন। পরিষ্কার জানিয়ে দিয়েছিল পাঁচ জনের বেশি মানুষ নিয়ে কোনাও শোভাযাত্রা বের করা যাবে না।

সেই নির্দেশ মেনেই রেণুকা দেবী স্বামী সন্তোষকে কাঁধে নিয়ে গোটাা গ্রামে বিজয় মিছিল করেন। তার সঙ্গে থাকা সন্তোষের সমর্থকরাও সবাই সামাজিক দূরত্ব মেনেই মিছিলে অংশ নিয়েছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি ভাইরাল হতেই ওই নারীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে। এই ঘটনয় স্বামী ভক্তির ও তার প্রতি ভালোবাসার উদাহরণ বলেও উল্লেখ করেছেন তাদের মধ্যে কেউ কেউ।

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *