Breaking News
Home / অন্যান্য / কোরআনে হাফেজদের জন্য গাড়ি ভারা ফ্রি

কোরআনে হাফেজদের জন্য গাড়ি ভারা ফ্রি

কোরআনে হাফেজদের জন্য গাড়ি ভারা ফ্রি

কোরআনে হাফেজদের ভাড়া নেয় না এই গাড়ি!
‘কোরআনে হাফেজদের যাতায়তের জন্য গাড়ী ভাড়া ফ্রি’। বাসের সামনে টাঙ্গানো এমনই একটি পোস্টার। ঢাকা-ফোনী রুটের ওই বাসের নাম ‘নিউ যাত্রীসেবা’।

শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ওই বাসের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন। ক্যাপশনে লিখেন ‘Love and respect (ভালোবাসা ও শ্রদ্ধা)।

ঢাকা মেট্রো-ব, ১৪-৮৩৩৯ নম্বরের বাসটির ছবি দেখে ধারণা করা যাচ্ছে, বাসটির রুট পারমিট নেওয়া হয়েছে ঢাকা থেকে ফেনী পর্যন্ত।

এই বাসে হাফেজে কুরআনদের থেকে কোনো ভাড়া নেয়া হয় না।সাইফুদ্দিন নিজের ভেরিফাইড ফেসবুকে ছবিটি পোস্ট করার পর তা ভাইরাল হয়।

সাত ঘন্টা আগে শেয়ার করা ছবিটিতে লাইক পড়েছে প্রায় ৬৯ হাজার। আর পোস্টটি শেয়ার হয়েছে ৪৫১ বার। মন্তব্য পড়েছে প্রায় ১৫শ’

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *