Breaking News
Home / অন্যান্য / নাসিরের প্রথম টার্গেটই ধনী পরিবারের মেয়েরা

নাসিরের প্রথম টার্গেটই ধনী পরিবারের মেয়েরা

নাসিরের প্রথম টার্গেট ধনী পরিবারের মেয়েরা

ধনী পরিবারের মেয়েদের টার্গেট করে নানান পরিচয়ে প্র’তারণা চালিয়ে আসছিলেন নাসির উদ্দিন বুলবুল। একেক বার একেক পরিচয়।

কখনো এসএসএফ’র সহকারী পরিচালক আবার কখনো বড় কো’ম্পানির ঊ’র্ধ্ব’তন কর্মকর্তা। বিভিন্ন জায়গায় এমন পরিচয় দিতেন পাবনার নাসির।

অতঃপর এক মেয়ের বাবার সাথে এসএসএফ ক’র্মকর্তা পরিচয়ে প্র’তারণা করতে গিয়ে ধ’রা পড়লেন নাসির।

সাথে তার সহযোগী মনির হোসেনকেও গ্রে’প্তার করেছে পুলিশ।রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে গণভবন এলাকা থেকে তাদের গ্রে’প্তার করা হয়।

এর আগে প্র’তারণার অভিযো’গে শেরেবাংলা নগর থানায় তাদের বিরু’দ্ধে মা’মলা দায়ের করা হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) বিকালে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডি’সি) হারুন অর রশিদ তার নিজ কা’র্যালয়ে সাংবাদিকদের বলেন, নাসির আসলে একজন প্রতারক।

তিনি নিজেকে কখনো এসএসএফ’র সহাকারী পরিচালক, আবার কখনো নামি-দামি কো’ম্পানির ক’র্মকর্তা পরিচয়ে প্র’তারণা করতেন।

নিজের বি’লাসবহু’ল জীবন বোঝানোর জন্য একেকদিন একেক পোশাক পড়তেন। আলাদা আলাদা ঘড়ি ব্যবহার করতেন।

এমন পোশাক-আশাক ব্যবহার করে উ’চ্চবি’ত্ত পরিবারের মেয়েদের ফাঁ’দে ফেলে তাদের স’ঙ্গে প্র’তারণা করে আসছিলেন নাসির। ডি’সি হারুনুর রশিদ আরও বলেন,

এক মেয়ের বাবার সাথে এসএসএফ কর্মকর্তা পরিচয়ে প্র’তারণা করার সময় তাকে গ্রে’প্তার করা হয়। আর দী’র্ঘদিন ধরে প্র’তারণা করে আসছিলেন নাসির। তাকে রিমা’ন্ডে এনে জি’জ্ঞাসাবাদ করলে আরও কিছু তথ্য জানা যাবে।

তথ্যসূত্রঃ rtvonline

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *