Breaking News
Home / সারাদেশ / বরিশালে খাজা মঈন উদ্দিন মাদ্রাসা’র নতুন কমিটি গঠন

বরিশালে খাজা মঈন উদ্দিন মাদ্রাসা’র নতুন কমিটি গঠন

আবুল হাসানাত আব্দুল্লাহ -এমপি প্রধান উপদেষ্টা আল্লামা শফি শুরার সভাপতি, সৈয়দ ফয়জুল করীম আমেলা’র সভাপতি নির্বাচিত

বরিশালে জামি’আ আরাবিয়া খাজা মঈন উদ্দিন মাদ্রাসা জামে মসজিদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি)। সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)’র চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফি।
মাদ্রাসার মুহতামিমের আহবানে ও সভাপতিত্বে বরিশালের বিশিষ্ট ওলামায়ে কেরাম, মাদ্রাসার আজীবন সদস্যবৃন্দ, ছাত্র অভিভাবকবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট হিতাকাঙ্খিদের সমন্বয়ে মসজিদে বিশেষ সভা শুক্রবার বিকেলে অনুুিষ্ঠত হয়।

সভায় কোরান তেলাওয়াত শেষে মাদ্রাসার বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে উপস্থিত সদস্যগণের সম্মুখে সর্বসন্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি)। সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)’র চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফি দা. বা।

অন্যান্য উপদেষ্টা মন্ডলীরা হচ্ছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অবঃ কর্নেল জাহিদ ফারুক শামীম (এমপি), বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, স্টিমারঘাট জামে মসজিদের খতিব মাওলানা শরিফ উদ্দিন বেগ, জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব।

এছাড়া সভায় উপস্থিত সদস্যদের নিকট সংবিধানের ৩ এর (ক) ধারার ক্ষমতা বলে ৫১ সদস্য বিশিষ্ট মজলিসে শুরার নাম ঘোষণা দেয়া হয়।
এতে সভাপতি হিসেবে বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)’র চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফি নির্বাচিত হন। অন্যান্য সদস্যরা হচ্ছেন মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, অধ্যাপক মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী, মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফায়জুল করিম, আল্লামা মাহমুদুল হাসান সাহেব মুহতামিম যাত্রাবাড়ী মাদ্রাসা, মাওলানা শাহ আব্দুল মতিন বিন হোসাইনসহ ১৫ জনের নাম ঘোষণা করা হয় বাকি সদস্যদের কো-অপ্ট করা হবে।

ওই সভায় সভাপতি উপস্থিত সদস্যদের নিকট কার্যনির্বাহী কমিটির মজলিসে আমেলা’র সভাপতি নির্বাচিত করা হয় আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, সহ-সভাপতি হিসেবে মনোনীত হন আলহাজ্ব মাহাদী হোসেন পাট্টি, আলহাজ্ব জুলফিকার হোসেন ভুট্টো, আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগ। সংবিধান মোতাবেক কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জামি’আর বর্তমান প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হালিম ও কোষাধ্যক্ষ হিসেবে আলহাজ্ব আব্দুল আল ফারুক রাজুসহ ১৩ সদস্যের নাম ঘোষণা করা হয়।

About admin

Check Also

আগৈলঝাড়ায় সুদি ব্যবসায়ির কাছে জিম্মি হয়ে পরেছে দিন মজুরের পরিবার

বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় সুদি ব্যবসায়ির কাছে জিম্মি হয়ে পরেছে অসহায় একটি দিনমজুর পরিবার। বিশ হাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *