Breaking News
Home / অন্যান্য / তিন ফরম্যাটেই শীর্ষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব,গড়লো নতুন রেকর্ড

তিন ফরম্যাটেই শীর্ষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব,গড়লো নতুন রেকর্ড

তিন ফরম্যাটেই শীর্ষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব,গড়লো নতুন রেকর্ড

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে একটা মাইলফলকের সামনে দাড়িয়ে ছিলেন সাকিব আল হাসান। এই সিরিজে দু্ইটি উইকেট পেলে উঠে যাবেন বাংলাদেশী বোলারদের মধ্যে শীর্ষে।

এমন সমিকরণে খেলতে নেমে তিনি প্রথম ওয়ানডেতেই তুলে নিলেন পাঁচ উইকেট। সেইসাথে মাশরাফিকে পেছনে ফেলে হয়ে গেলেন সর্বোচ্চ উইকেট শিকারি। তার স্পিনে দিশেহারা হয়ে জিম্বাবুয়ে অলআউট মাত্র ১২১ রানে।

এর আগে সাকিব ছিলেন টি-টোয়েন্টি ও টেস্টে ফরম্যাটে বাংলাদেশীদের মধ্যে শীর্ষে। আজ পাঁচ উইকেট পেয়ে সব ফরম্যাটের শীর্ষ স্থান দখল করে ইতিহাস গড়লেন তিনি।

ওয়ানডেতে তিনি ২১৩ ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ২৭৪ টি। তার মধ্যে পাঁচ উইকেট পেয়েছেন তিনবার। টেস্টে তার উইকেট সংখ্যা ২১৫ মাত্র ৫৮ টি ম্যাচ খেলে।

আর টি-টোয়েন্টিতে শীকার করেছেন ৭৬ ম্যাচে ৯২ উইকেট। টেস্টে তিনি পাঁচ উইকেট পেয়েছেন ১৮ বার আর টি-টোয়েন্টিতে একবার।

টি-টোয়েন্টিতে তিনি বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের রয়েছেন পাঁচ নম্বর স্থানে। তাই বলা যায় ব্যাটসম্যান সাকিবের থেকে বোলার সাকিব বেশি কার্যকর এবং সেরা।

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *