Home / খেলাধুলা / মা-বাবাই আমার কাছে এক নম্বর: মঈন আলি

মা-বাবাই আমার কাছে এক নম্বর: মঈন আলি

মা-বাবাই আমার কাছে এক নম্বর: মঈন আলি

অবশেষে টেস্ট ক্যারিয়ারের ইতি টেনেছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। বাকি দুই ফরম্যাটের খেলা চালিয়ে গেলেও মঈনকে আর

দেখা যাবে না ইংল্যান্ড জাতীয় দলের সাদা পোশাকে। মর্যাদার ফরম্যাট থেকে বিদায়বেলায় তিনি কৃতিত্ব দিয়েছেন পরিবারকে।

এদিকে ক্রিকেটারদের জন্য একটানা পেশাদার ক্রিকেট চালিয়ে যাওয়া মুখের কথা নয়। ক্রিকেটে এতটাই মনোনিবেশ করতে হয় যে

পরিবারের ভাবনা অনেকাংশেই দূরে রাখতে হয়। সফল ক্রিকেটার হতে হলে তাই পরিবারের মানসিক সমর্থনের বিকল্প নেই।

৩৪ বছর বয়সী এই ক্রিকেটার পরিবারের সমর্থনেই এসেছেন এতদূর। তিনি বলেন, ‘আমার কাছে আমার মা-বাবাই এক নম্বর।

আমার মনে হয় তাদের সমর্থন ছাড়া আমার এতদূর আসবার কোনো উপায়ই ছিল না। আমি যতগুলো ম্যাচ খেলেছি সব তাদের জন্য। আমি জানি, তারা আমাকে নিয়ে গর্ব করেন।’

তিনি আরও বলেন, ‘আমার ভাই-বোনেরা আমার খারাপ সময়ে সবার আগে পাশে দাঁড়াত। আমার স্ত্রী ও সন্তানরা…

আমার স্ত্রীর যে ত্যাগ এবং ধৈর্য তাতে আমি তার প্রতি সত্যিই কৃতজ্ঞ। আমার এই যাত্রায় তারা সবাই দারুণভাবে পাশে ছিল। আমি যা করেছি সব তাদের জন্যই করেছি।’

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *