Breaking News
Home / খেলাধুলা / হঠাৎই আশরাফুলকে নিয়ে নতুন এক বিশেষ বার্তা দিলেন বিসিবি

হঠাৎই আশরাফুলকে নিয়ে নতুন এক বিশেষ বার্তা দিলেন বিসিবি

হঠাৎই আশরাফুলকে নিয়ে নতুন এক বিশেষ বার্তা দিলেন বিসিবি

জাতীয় ক্রিকেট লিগে মোহাম্মদ আশরাফুলের ১ টি ডেলিভারি নিয়ে সন্দেহ দেখা দিয়েছিলো। এরজন্য আশরাফুলকে সতর্ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কিন্তু বোলিং করতে কোন বাধা নাই বরিশালের এই অফস্পিনারের। বিসিবির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ম্যানেজার নাসির আহমেদ নাসু জানান,আশরাফুলের ১ টি বলে সন্দেহ আপত্তি করেন এক আম্পায়ার।

আশরাফুলকে সতর্ক করা হয়েছে তারসাথে পরবর্তী ম্যাচে যখন বল করবেন তখন আশরাফুলকে পর্যবেক্ষণ করা হবে। জাতীয় লিগের ৪র্থ রাউন্ডে চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে আশরাফুলের ১টি ডেলিভারি নিয়ে আনুষ্ঠানিকভাবে আপত্তি পোষন করেন আম্পায়ার।

বোলিং করতে বারন না থাকলেও রোববার শুরু হওয়া লিগের ৫ম রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে বল করেননি আশরাফুল। মূল কাজ ব্যাটিং হলেও চলতি লিগে ব্যাটের চেয়ে বল হাতে ভালো করছিলেন মোহাম্মদ আশরাফুল।

২য় রাউন্ডের ১ম ইনিংসে হ্যাটট্রিকসহ নেন পাঁচ উইকেট। পরের ইনিংসে নিয়েছিলেন আরো ২টি উইকেট।ব্যাট হাতে সময়টা একদমই ভালো যাচ্ছে না।

আজ ৫ম রাউন্ডের ১ম ইনিংসে বরিশালের ওপেনার আউট হয়েছেন মাত্র তিন রান করে। আট ইনিংসে তার রান মাত্র ১৩৬। তার মধ্যে ৫০ রয়েছে ১টি।

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *