Breaking News
Home / খেলাধুলা / বিরল রেকর্ড গড়ে গ্যারি সোবার্স ও স্যার ইয়ান বোথাম দের তালিকায় বিশ্বসেরা সাকিব

বিরল রেকর্ড গড়ে গ্যারি সোবার্স ও স্যার ইয়ান বোথাম দের তালিকায় বিশ্বসেরা সাকিব

বিরল রেকর্ড গড়ে গ্যারি সোবার্স ও স্যার ইয়ান বোথাম দের তালিকায় বিশ্বসেরা সাকিব

টেস্টে আরও এক রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। এই ফরম্যাটে একইসাথে কমপক্ষে ৪ হাজার রান ও ২০০ উইকেটের ‘ডাবল’ এর কীর্তি গড়েছেন বাংলাদেশি অলরাউন্ডার।

সাকিবের নামের পাশে ২০০ উইকেট ছিল অনেক আগে থেকেই। পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে ছুঁয়েছেন ৪ হাজার রানের কীর্তিও। সাকিবের আগে এই কীর্তি গড়েছেন মাত্র ৫ জন অলরাউন্ডার।

তারা হলেন- স্যার গ্যারি সোবার্স, স্যার ইয়ান বোথাম, কপিল দেব, জ্যাক ক্যালিস ও ড্যানিয়েল ভেট্টোরি। সোবার্স এই ডাবলের কীর্তি গড়েছিলেন ৮০তম টেস্টে।

এছাড়া বোথাম ৬৯তম, কপিল ৯৭তম, ক্যালিস ১০২তম ও ভেট্টোরি নিজের ১০১তম ম্যাচে এই ডাবলের ক্লাবে নাম লেখান। সাকিব এই তালিকায় দ্রুততম।

তার লেগেছে মাত্র ৬০ ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে নিজের ৬০তম ম্যাচ খেলছেন সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

একনজরে দেখে নিন ৪ হাজার রান ও ২০০ উইকেটের ডাবলের তালিকায় থাকা ক্রিকেটারদের তালিকা

নাম ডাবলের কীর্তি গড়তে
ম্যাচের সংখ্যা মোট রান উইকেট
স্যার গ্যারি সোবার্স ৮০ ৭২৪১ ২০২
স্যার ইয়ান বোথাম ৬৯ ৪০১৯ ২৯৫
কপিল দেব ৯৭ ৪০৩১ ৩৩৩

জ্যাক ক্যালিস ১০২ ৮০৩৩ ২০০
ড্যানিয়েল ভেট্টোরি ১০১ ৪০০৩ ৩৩১
সাকিব আল হাসান ৬০ ৪০০০* ২১৫

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *