Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় ডাক্তার এবং গৌরনদীতে সাবেক প্রধান শিক্ষক করোনায় আক্রা’ন্ত

আগৈলঝাড়ায় ডাক্তার এবং গৌরনদীতে সাবেক প্রধান শিক্ষক করোনায় আক্রা’ন্ত

বরিশালের আগৈলঝাড়ায় পয়সারহাট উপস্বাস্থ্য কেন্দ্রের দ্বায়িত্বরত চিকিৎসক ও গৌরনদী উপজেলার টরকি বন্দর (বেকী নগর) এলাকায় সাবেক শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছে। সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা খলিলুর রহমানের স্ত্রী সেনোয়ারা বেগম (৬০)। তিনি উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সম্প্রতি পেনশনে যান। সেনোয়ারা বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপা’তালে চিকিৎসা’ধীন। সেনোয়ারার স্বামী জানান, পূর্বে তার স্ত্রী ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে আক্রা’ন্ত ছিলেন। গত রোববার থেকে তার শ্বাসকষ্ট থেকে শুরু করে জ্বর, সর্দি ও শরীর ব্যথা শুরু হয়। তখন উপজেলা হাসপা’তালে অবহিত করলে সেখান থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। এর পরপরই তার অবস্থার আরো অবনতি হলে পরিবারের সবার সাথে আলাপ করে স্ত্রীকে ঢাকার ল্যাব এইডে নিয়ে ভর্তি করান। বর্তমানে তার অবস্থা আগের তুলনায় ভালো। সাবেক এ ব্যাংক কর্মকর্তা আরো জানান, তার স্ত্রী কারো সংস্প’র্শে যায়নি। তিনি সারাদিন ঘরের ভিতরই থাকতেন। তারপরও কিভাবে তার পজেটিভ এসেছে তা তার বোধগম্য নয়।

বরিশাল জেলার সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান, গৌরনদী হাসপা’তাল থেকে ওই রো’গীর নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালির ইন্সিটিউট ফর ডেভেলপিং সাইন্স এন্ড হেলথ ইনিশিয়াটিভস এ পাঠানো হলে তা পজেটিভ আসে। সোমবার সেখান থেকে আমাদের বিষয়টি অবহিত করা হয়। এদিকে আগৈলঝাড়া হাসপা’তাল প্রধান ডাঃ বখতিয়ার আল মামুন জানান, পয়সা হাসপা’তালের দ্বায়িত্বরত নারী চিকিৎসকের করোনা পজেটিভ ধরা পরেছে। বরিশাল শেবাচিম হাসপা’তালে তার পরীক্ষার পরে অধিকতর পরীক্ষার জন্য নারী চিকিৎস’কের নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছে।

About admin

Check Also

আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ১

বরিশালের আগৈলঝাড়ায় ফ্রেস কোম্পানীর কোমল পানীয় পরিবহনকারী পিক আপ এর ধাক্কায় একজন নিহত হয়েছে, আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *