Breaking News
Home / সারাদেশ / ঢাকা থেকে বাড়ি আসায় আগৈলঝাড়ায় ৮বাড়ির ৩০পরিবার লকডাউন

ঢাকা থেকে বাড়ি আসায় আগৈলঝাড়ায় ৮বাড়ির ৩০পরিবার লকডাউন

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
করোনা আ’তংকে সারাদেশে চলমান লকডাউনের মধ্যে বরিশালের আগৈলঝাড়ায় ঢাকা থেকে বাকাল ইউনিয়নের ৮জনের বাড়িতে আসায় ওই লোকজনের জন্য অন্তত ৩০টি পরিবারের শতাধিক লোককে লকডাউন করে দিয়েছে প্রশাসন। উপজেলা প্রশাসনের নির্দেশে সোমবার রাতে বাকাল ইউনিয়ন চেয়ারম্যান বিপুল দাস যবসেন গ্রামের ওই সকল বাড়ি বাড়ি গিয়ে লক ডাউন ঘোষনা করেন। সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, বাকাল ইউনিয়নের যবসনে গ্রামের আশু পাইকের ছেলে কামাল পাইক, আকফাত পাইকের ছেলে ইমরান পাইক, মিরন সিকদারের মেয়ে সুখি আক্তার, আবু সালেহ সরদারের ছেলে মুরাদ সরদার, কুব্বত পাইকের ছেলে রহমান পাইক, খলিল সরদারের ছেলে শাওন সরদার, জয়নাল পাইকের ছেলে সুজন পাইক ও নওশাদ পাইকের ছেলে শাকিব পাইক বিভিন্ন উপায়ে লকডাউনের মধ্যে ঢাকা থেকে নিজেদের বাড়িতে আসেন।

গত এক সপ্তাহের মধ্যে তারা সকলে বাড়িতে এসে করোনা আত’ঙ্কে স্থানীয়দের বাধা উপেক্ষা করে প্রকাশ্যে হাট বাজারে যাতায়াত করে আসছিলো। স্থানীয়দের বাধা নিষেধ উপেক্ষা করে প্রকাশ্যে ঘোরাফেরা করায় বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন স্থানীয়রা। উপজেলা প্রশাসনের নির্দেশে সোমবার রাতে উল্লেখিত বাড়ি বাড়ি গিয়ে বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস ওই সকল বাড়ির লোকজনকে প্রকাশ্যে বাইরে না বেরানোর জন্য লকডাউন ঘোষনা করেন। লকডাউন অমান্য করলে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তাদের আট’ক করে সদর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হোম কোয়ারেন্টানে আট’ক রাখার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

About admin

Check Also

আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ১

বরিশালের আগৈলঝাড়ায় ফ্রেস কোম্পানীর কোমল পানীয় পরিবহনকারী পিক আপ এর ধাক্কায় একজন নিহত হয়েছে, আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *