Breaking News
Home / খেলাধুলা / চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়লেন টাইগারদের হেড কোচ

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়লেন টাইগারদের হেড কোচ

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়লেন টাইগারদের হেড কোচ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ নাভিদ নাওয়াজ তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় জানালেন। আর কিছুদিন পর নিজ দেশ শ্রীলঙ্কার জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন তিনি।

২০১৮ সালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব পান নাভিদ। এরপর তার হাত ধরেই বাংলাদেশ প্রথমবারের মতো ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে।

এরপর ২০২৩ সাল পর্যন্ত বাড়ানো হয় নাভিদের চুক্তি। কিন্তু তার আগেই বিদায় বলে দিলেন লঙ্কান এই কোচ।বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের কোচ হলেও সাম্প্রতিক সময়ে নাভিদের সময় কেটেছে অস্ট্রেলিয়ায়।

শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচের প্রস্তাব পাওয়ার পর বিসিবির কাছে জানিয়ে দেন নিজের ইচ্ছার কথা। ২০২৩ সাল পর্যন্ত অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে তার সাথে চুক্তি থাকলেও,

নাভিদের ইচ্ছায় বিসিবি তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। এদিকে সদ্য নিয়োগ পাওয়া শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউডের সহযোগী হিসেবে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবেন নাভিদ।

শ্রীলঙ্কার সহকারী কোচ হিসেবে তিনি আবারো বাংলাদেশে আসবেন। সে সময় লঙ্কানদের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন তিনি।

এদিকে সিলভারউডের আগে নাভিদকেই বাংলাদেশ সফরে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল শ্রীলঙ্কা। নতুন চাকরি পাওয়ায় বাংলাদেশের সাথে আপাতত সম্পর্কের ইতি ঘটল নাভিদের।

About admin

Check Also

নতুন মুখ নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করলো বিসিবি

নতুন মুখ নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করলো বিসিবি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *